ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা বিদ্যালয়ের খেলার মাঠে হাঁটার রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পরিকল্পিত উন্নয়ন ব্যতীত মাঠের সীমানা ছোট করে হাঁটার রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জেলার সাবেক খেলোয়াড় ও এলাকাবাসীর উদ্যোগে খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, হঠাৎ করে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বিদ্যালয়ের মাঠের পূর্বদিকের সীমানায় হাঁটার রাস্তা তৈরির উদ্যাগ গ্রহণ করেছেন। হাঁটার রাস্তা তৈরি করার জন্য মাঠে নির্মাণসামগ্রী নিয়ে আসা হয়েছে। স্থানীয়দের বাধার মুখে কিছু দিন কাজ বন্ধ রাখা হলেও আবার কৌশলে কাজ শুরুর চেষ্টা অব্যাহত রেখেছেন প্রধান শিক্ষক, যা অত্যান্ত ন্যাক্কারজনক।

বক্তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরিকল্পিত উপায়ে খেলার মাঠটি রক্ষা করা জরুরি। এর আগে এই মাঠটি ভুয়া দলিল করে দখল করার চেষ্টা চলানো হয়েছিল। সেটা কঠোরভাবে প্রতিরোধ করে ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল।

কোর্টপাড়ার বাসিন্দা সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালানায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগর, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খোকন, খেলোয়াড় জাহেদ মোহাম্মদ রাজিব খান, জাভেদ মোহাম্মদ রমিজ খান, বিসিবির চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষক জেহাদ-ই- জুলফিকার টুটুল, খেলোয়াড় রোকনুজ্জামান রিপন, আব্দুল মালেক, শিমুল হোসেন, রানসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়। এসময় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা বিদ্যালয়ের খেলার মাঠে হাঁটার রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

আপলোড টাইম : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পরিকল্পিত উন্নয়ন ব্যতীত মাঠের সীমানা ছোট করে হাঁটার রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় জেলার সাবেক খেলোয়াড় ও এলাকাবাসীর উদ্যোগে খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, হঠাৎ করে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বিদ্যালয়ের মাঠের পূর্বদিকের সীমানায় হাঁটার রাস্তা তৈরির উদ্যাগ গ্রহণ করেছেন। হাঁটার রাস্তা তৈরি করার জন্য মাঠে নির্মাণসামগ্রী নিয়ে আসা হয়েছে। স্থানীয়দের বাধার মুখে কিছু দিন কাজ বন্ধ রাখা হলেও আবার কৌশলে কাজ শুরুর চেষ্টা অব্যাহত রেখেছেন প্রধান শিক্ষক, যা অত্যান্ত ন্যাক্কারজনক।

বক্তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরিকল্পিত উপায়ে খেলার মাঠটি রক্ষা করা জরুরি। এর আগে এই মাঠটি ভুয়া দলিল করে দখল করার চেষ্টা চলানো হয়েছিল। সেটা কঠোরভাবে প্রতিরোধ করে ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল।

কোর্টপাড়ার বাসিন্দা সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালানায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগর, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খোকন, খেলোয়াড় জাহেদ মোহাম্মদ রাজিব খান, জাভেদ মোহাম্মদ রমিজ খান, বিসিবির চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষক জেহাদ-ই- জুলফিকার টুটুল, খেলোয়াড় রোকনুজ্জামান রিপন, আব্দুল মালেক, শিমুল হোসেন, রানসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়। এসময় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।