ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত, কমিটি অনুমোদন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা সদর পৌর শাখার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের মাছ পট্টিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। পরে অনুমোদন দেওয়া হয় তিনটি ওয়ার্ড কমিটি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে চলেছে। স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া প্রত্যেকটি ভালো কাজেও স্বেচ্ছাসেবক লীগ আছে। ভালো কাজ করায় সাধারণ মানুষের পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড তুলে ধরে প্রশংসা করেছেন। এবং মানুষের পাশে থেকে আন্তরিকভাবে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।’
সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে ভালো রাখতে চাই। বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। আমরা তাদের বার বার বলছি, রাজনীতি করলে করেন, আমরা বাধা দেব না। কিন্তু যদি কোনো বিশৃঙ্খলা করেন, তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাই আপনাদের বিতাড়িত করবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভঅপতি আব্দুল হালিম ভুলন। সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পৌর স্বেচাছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেক সামি তাপু। সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াশিম মন্ডল, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন, ৪ নম্বর সভাপতি সেলিম উদ্দিন পিন্টু, ৫ নম্বর সভাপতি তাওরাত হোসেন, সম্পাদক তুহিন হোসেন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ।
পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জে অবস্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তিন ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদ প্রত্যাশীরা আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গঠনতান্ত্রিকভাবে সবার সাক্ষাৎকার ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বোর্ডে তিন ওয়ার্ডের আংশিক কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদে কমিটি অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
অনুমোদনকৃত চুয়াডাঙ্গার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সজিব হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন। ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি তানভির আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক মো. সুমন ও সাংগঠনিক সম্পাদক মো. হাছান নির্বাচিত হয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা পৌর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত, কমিটি অনুমোদন

আপলোড টাইম : ০৭:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা সদর পৌর শাখার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের মাছ পট্টিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। পরে অনুমোদন দেওয়া হয় তিনটি ওয়ার্ড কমিটি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে চলেছে। স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া প্রত্যেকটি ভালো কাজেও স্বেচ্ছাসেবক লীগ আছে। ভালো কাজ করায় সাধারণ মানুষের পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড তুলে ধরে প্রশংসা করেছেন। এবং মানুষের পাশে থেকে আন্তরিকভাবে সেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।’
সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে ভালো রাখতে চাই। বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। আমরা তাদের বার বার বলছি, রাজনীতি করলে করেন, আমরা বাধা দেব না। কিন্তু যদি কোনো বিশৃঙ্খলা করেন, তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাই আপনাদের বিতাড়িত করবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভঅপতি আব্দুল হালিম ভুলন। সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পৌর স্বেচাছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেক সামি তাপু। সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াশিম মন্ডল, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন, ৪ নম্বর সভাপতি সেলিম উদ্দিন পিন্টু, ৫ নম্বর সভাপতি তাওরাত হোসেন, সম্পাদক তুহিন হোসেন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ।
পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জে অবস্থিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তিন ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদ প্রত্যাশীরা আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গঠনতান্ত্রিকভাবে সবার সাক্ষাৎকার ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বোর্ডে তিন ওয়ার্ডের আংশিক কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদে কমিটি অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
অনুমোদনকৃত চুয়াডাঙ্গার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সজিব হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন। ৮ নম্বর ওয়ার্ডে সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম। ৯ নম্বর ওয়ার্ডে সভাপতি তানভির আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক মো. সুমন ও সাংগঠনিক সম্পাদক মো. হাছান নির্বাচিত হয়েছেন।