ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি সরকারি উন্নয়নমূলক কাজ শতভাগ মান সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঠিকাদার এবং কাজের ওপর নজর রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মানসম্পন্ন কাজ চান। সেটি বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে হবে। সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে প্রত্যেককে কাজ করতে হবে। প্রত্যেকটি সরকারি দপ্তরকে ভালো সেবা দিতে হবে। মনে রাখতে হবে, মানুষের সেবা দেওয়ায় প্রধান কাজ। আর সেই কাজটিকে ভালোভাবে করতে হবে। আমরা চাই জেলার প্রত্যেকটি মানুষ সরকারি প্রত্যেকটি সেবা যেন সহজেই পায়। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সাধারণ মানুষের সরকারি সেবা পেতে দুর্ভোগ পোহাতে না হয়।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৯:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি সরকারি উন্নয়নমূলক কাজ শতভাগ মান সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঠিকাদার এবং কাজের ওপর নজর রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মানসম্পন্ন কাজ চান। সেটি বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে হবে। সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে প্রত্যেককে কাজ করতে হবে। প্রত্যেকটি সরকারি দপ্তরকে ভালো সেবা দিতে হবে। মনে রাখতে হবে, মানুষের সেবা দেওয়ায় প্রধান কাজ। আর সেই কাজটিকে ভালোভাবে করতে হবে। আমরা চাই জেলার প্রত্যেকটি মানুষ সরকারি প্রত্যেকটি সেবা যেন সহজেই পায়। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সাধারণ মানুষের সরকারি সেবা পেতে দুর্ভোগ পোহাতে না হয়।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।