ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের পক্ষ থেকে ডিসির কাছে স্মারকলিপি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কৃষি ও কৃষকের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে জেলা কৃষক জোটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৯ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন- ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের অন্যতম একটি কৃষি প্রধান এলাকা। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কৃষিতে সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে টেকসই ও তরান্বিত করার জন্য চুয়াডাঙ্গা কৃষক জোট যে ভূমিকা পালন করছে তা অত্যন্ত প্রশংসনীয়। কৃষকের অধিকার রক্ষায় চুয়াডাঙ্গায় একটি শক্তিশালী কৃষক জোট গড়ে উঠেছে এটা জেনে আমার খুব ভাল লাগছে।’ এরপর তিনি স্মারকলিপিতে উল্লেখিত প্রত্যকটি দাবি নিয়ে কৃষক জোটের নেতৃবৃন্দের সাথে আলোচনা  করেন। তারপর তিনি বলেন চার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষি বিভাগের কর্মকর্তাগণের সাথে আলোচনা ও সমন্বয় করে এই সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বজ্রপাতের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য ফসলের মাঠে বজ্রপাত নিরোধী দন্ড স্থাপনের সরকারি পরিকল্পনা রয়েছে যা দ্রতই বাস্তবায়ন করা হবে।

এরপর কৃষক জোটের নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী অফিসার, উপপরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াস, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জীবননগর উপজেলা কৃষক জোটের সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি রবিউল হক রবি, সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা সভাপতি ইমতিয়াজ হোসেন, সম্পাদক আজাদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা সম্পাদক ইমদাদুল হক, রিসো চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মসিয়ুর রহমান, প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান, জেলা কৃষক জোটের সহসভাপতি বায়েজিদ জোয়ার্দ্দার, সদস্য ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, জাহানারা বেগম, মহসীন আলী, শেখ ফরিদ, দোয়াল্লিন, আব্দুর রহমান হাবলু, কামরুজ্জামান সজল, আব্দুস সালাম, মনোয়ার হোসেন, ছানোয়ার হোসেন, বিপ্লব হোসেন, আব্দুল জব্বার, শান্তি হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের পক্ষ থেকে ডিসির কাছে স্মারকলিপি

আপলোড টাইম : ০৭:০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

কৃষি ও কৃষকের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে জেলা কৃষক জোটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৯ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন- ‘চুয়াডাঙ্গা বাংলাদেশের অন্যতম একটি কৃষি প্রধান এলাকা। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কৃষিতে সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে টেকসই ও তরান্বিত করার জন্য চুয়াডাঙ্গা কৃষক জোট যে ভূমিকা পালন করছে তা অত্যন্ত প্রশংসনীয়। কৃষকের অধিকার রক্ষায় চুয়াডাঙ্গায় একটি শক্তিশালী কৃষক জোট গড়ে উঠেছে এটা জেনে আমার খুব ভাল লাগছে।’ এরপর তিনি স্মারকলিপিতে উল্লেখিত প্রত্যকটি দাবি নিয়ে কৃষক জোটের নেতৃবৃন্দের সাথে আলোচনা  করেন। তারপর তিনি বলেন চার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কৃষি বিভাগের কর্মকর্তাগণের সাথে আলোচনা ও সমন্বয় করে এই সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বজ্রপাতের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য ফসলের মাঠে বজ্রপাত নিরোধী দন্ড স্থাপনের সরকারি পরিকল্পনা রয়েছে যা দ্রতই বাস্তবায়ন করা হবে।

এরপর কৃষক জোটের নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী অফিসার, উপপরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াস, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জীবননগর উপজেলা কৃষক জোটের সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি রবিউল হক রবি, সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা সভাপতি ইমতিয়াজ হোসেন, সম্পাদক আজাদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা সম্পাদক ইমদাদুল হক, রিসো চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মসিয়ুর রহমান, প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান, জেলা কৃষক জোটের সহসভাপতি বায়েজিদ জোয়ার্দ্দার, সদস্য ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, জাহানারা বেগম, মহসীন আলী, শেখ ফরিদ, দোয়াল্লিন, আব্দুর রহমান হাবলু, কামরুজ্জামান সজল, আব্দুস সালাম, মনোয়ার হোসেন, ছানোয়ার হোসেন, বিপ্লব হোসেন, আব্দুল জব্বার, শান্তি হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।