ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ডিসি জহিরুল ইসলাম

জেলার সকল সরকারি অফিস দুর্নীতিমুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় তিনি বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্বে দপ্তরের কাজ করতে হবে। বাংলাদেশ গড়তে হবে দুর্নীতি মুক্ত। এই জেলার সকল সরকারি অফিস দুর্নীতিমুক্ত করতে হবে। কোনো অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ জনগণ যেন ভোগান্তিতে না পড়ে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি সকল কার্যক্রম সঠিকভাবে পালন করতে হবে। সেই সাথে সরকারি দপ্তরে অনিয়ম করে কোনো কাজ করা যাবে না। সবাই সততার সঙ্গে কাজ করতে হবে।’

সভায় চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস কাজ নিয়ে আলোচনা উঠে আসলে জেলা প্রশাসক বলেন, কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। চলাচলের দুর্ভোগ হচ্ছে। সেটা আমাদের খেয়াল করতে হবে। সভায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে যানজট কমানোর জন্য রাস্তার মাঝখান দিয়ে ডিভাইড করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলমডাঙ্গা সেচ প্রকল্পের জিকে খালের পাড় মেরামত করে পানি সরবরাহ করার জন্য দ্রুত পানি উন্নয়ন বোর্ডের প্রতি নির্দেশ দেন জেলা প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা শহর ও গ্রামে প্রচার-প্রচারণা বাড়ানোর ও বিভিন্ন সামাজিক সচেতনতা প্রচারণা বাড়ানোর জন্য জেলা তথ্য অফিসারের নির্দেশ দেন জেলা প্রশাসক। বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ দেন তিনি। সেই সাথে বাজারের সিন্ডিকেট বন্ধ করতে কঠোর অভিযান পরিচালনার কথা বলেন জেলা প্রশাসক।

সভায় সাংবাদিক আজাদ মালিতা কলেজ রোডসহ শহরের বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট নির্মাণের আহ্বান জানালে জেলা প্রশাসক বলেন, এটি করলে দ্রুতই শহর পরিষ্কার রাখা সম্ভব হবে। সাধারণ মানুষের অনেক সমস্যাই কমে আসবে। আমরা এ বিষয়ে দ্রুতই পরিকল্পনা গ্রহণ করব। পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এ বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় সাংবাদিক মেহেরাব্বিন সানভী বলেন, উন্নয়নের সাথে সব দপ্তরের সমন্বয় প্রয়োজন। আর উন্নয়নের প্রধান অন্তরায় তথা বাঁধা দুর্নীতি। এ সভায় দুটি নিয়েই আলোচনা করা হয়। এসময় সাংবাদিক মেহেরাব্বিন সানভী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন কর্মকর্তার দুই মাসের ওপরে রেস্ট হাউজে বসবাস, অফিস থেকে কৃষি যন্ত্রপাতি চুরি, বন বিভাগের গাছ রেলের কর্মচারীদের কাটা এবং হাসপাতালের চিকিৎসক ও অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়গুলোর সর্বশেষ আপডেট জানানোর জন্য নির্দেশনা দেন।

প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘আমি হাসপাতালের দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিনের পুরোনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। একটু সময় লাগবে। রোগী বেশি, চিকিৎসক কম, জনবল নেই। আর যে চিকিৎসকের বিষয়ে আলোচনা উঠছে, আমি শুনেছি হাসপাতালের বাইরে একটি ঘটনা আছে। হাসপাতালের বাইরে হওয়ায় আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘আমরা চুরির বিষয়ে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেয়ার জন্য পত্র দিয়েছি। তাকে জেলার বাইরে পোস্টিং করার ক্ষমতা আমার নাই। সে জন্য যশোরে পাঠানো হয়েছে। আমি নতুন মানুষ, বাসা খুঁজতে সময় লাগে। তাই অফিসের গেস্ট রুমে থেকেছি। বাসা অলরেডি ঠিক করে ফেলেছি। খুব শিঘ্রই সেখানে উঠব।’

ভারপ্রাপ্ত বন কর্মকর্তা রকিব উদ্দীন বলেন, ‘রেলের লোকজন গাছগুলো কেটেছে। আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি। রেলের চাবি ম্যান হাবিব এর সাথে জড়িত।’ রেলের সহকারী প্রকৌশলী জানান, ‘আমরা ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’ সভায় জেলার সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় জেলার সব সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ স্পুার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল, সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যসচিব ও জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বি সানভী, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চিফ রিপোর্টার আহসান আলম, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ডিসি জহিরুল ইসলাম

জেলার সকল সরকারি অফিস দুর্নীতিমুক্ত করতে হবে

আপলোড টাইম : ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় তিনি বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্বে দপ্তরের কাজ করতে হবে। বাংলাদেশ গড়তে হবে দুর্নীতি মুক্ত। এই জেলার সকল সরকারি অফিস দুর্নীতিমুক্ত করতে হবে। কোনো অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ জনগণ যেন ভোগান্তিতে না পড়ে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি সকল কার্যক্রম সঠিকভাবে পালন করতে হবে। সেই সাথে সরকারি দপ্তরে অনিয়ম করে কোনো কাজ করা যাবে না। সবাই সততার সঙ্গে কাজ করতে হবে।’

সভায় চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস কাজ নিয়ে আলোচনা উঠে আসলে জেলা প্রশাসক বলেন, কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। চলাচলের দুর্ভোগ হচ্ছে। সেটা আমাদের খেয়াল করতে হবে। সভায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে যানজট কমানোর জন্য রাস্তার মাঝখান দিয়ে ডিভাইড করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলমডাঙ্গা সেচ প্রকল্পের জিকে খালের পাড় মেরামত করে পানি সরবরাহ করার জন্য দ্রুত পানি উন্নয়ন বোর্ডের প্রতি নির্দেশ দেন জেলা প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা শহর ও গ্রামে প্রচার-প্রচারণা বাড়ানোর ও বিভিন্ন সামাজিক সচেতনতা প্রচারণা বাড়ানোর জন্য জেলা তথ্য অফিসারের নির্দেশ দেন জেলা প্রশাসক। বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ দেন তিনি। সেই সাথে বাজারের সিন্ডিকেট বন্ধ করতে কঠোর অভিযান পরিচালনার কথা বলেন জেলা প্রশাসক।

সভায় সাংবাদিক আজাদ মালিতা কলেজ রোডসহ শহরের বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট নির্মাণের আহ্বান জানালে জেলা প্রশাসক বলেন, এটি করলে দ্রুতই শহর পরিষ্কার রাখা সম্ভব হবে। সাধারণ মানুষের অনেক সমস্যাই কমে আসবে। আমরা এ বিষয়ে দ্রুতই পরিকল্পনা গ্রহণ করব। পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে এ বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় সাংবাদিক মেহেরাব্বিন সানভী বলেন, উন্নয়নের সাথে সব দপ্তরের সমন্বয় প্রয়োজন। আর উন্নয়নের প্রধান অন্তরায় তথা বাঁধা দুর্নীতি। এ সভায় দুটি নিয়েই আলোচনা করা হয়। এসময় সাংবাদিক মেহেরাব্বিন সানভী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন কর্মকর্তার দুই মাসের ওপরে রেস্ট হাউজে বসবাস, অফিস থেকে কৃষি যন্ত্রপাতি চুরি, বন বিভাগের গাছ রেলের কর্মচারীদের কাটা এবং হাসপাতালের চিকিৎসক ও অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়গুলোর সর্বশেষ আপডেট জানানোর জন্য নির্দেশনা দেন।

প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘আমি হাসপাতালের দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিনের পুরোনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। একটু সময় লাগবে। রোগী বেশি, চিকিৎসক কম, জনবল নেই। আর যে চিকিৎসকের বিষয়ে আলোচনা উঠছে, আমি শুনেছি হাসপাতালের বাইরে একটি ঘটনা আছে। হাসপাতালের বাইরে হওয়ায় আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘আমরা চুরির বিষয়ে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেয়ার জন্য পত্র দিয়েছি। তাকে জেলার বাইরে পোস্টিং করার ক্ষমতা আমার নাই। সে জন্য যশোরে পাঠানো হয়েছে। আমি নতুন মানুষ, বাসা খুঁজতে সময় লাগে। তাই অফিসের গেস্ট রুমে থেকেছি। বাসা অলরেডি ঠিক করে ফেলেছি। খুব শিঘ্রই সেখানে উঠব।’

ভারপ্রাপ্ত বন কর্মকর্তা রকিব উদ্দীন বলেন, ‘রেলের লোকজন গাছগুলো কেটেছে। আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি। রেলের চাবি ম্যান হাবিব এর সাথে জড়িত।’ রেলের সহকারী প্রকৌশলী জানান, ‘আমরা ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’ সভায় জেলার সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় জেলার সব সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ স্পুার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল, সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, সাংবাদিক ঐক্য পরিষদের সদস্যসচিব ও জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দ্দার, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বি সানভী, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চিফ রিপোর্টার আহসান আলম, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার প্রমুখ।