ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথকভাবে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটি বর্ণাঢ্য এ কর্মসূচির আয়োজন করে।

চুয়াডাঙ্গা:
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। বর্ণাঢ্য এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আলোচনা সভার আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার। তিনি বলেন, গত এক বছরে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেতে কোনো খরচ নেওয়া হয় না। সমস্ত খচর সরকার বহন করে থাকে। আমাদের দেশের ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকায় সরকার লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় মানুষদের আইনি সহায়তা প্রদান করে থাকে। লিগ্যাল এইডের মাধ্যমে যে মামলাগুলো পরিচালনা করা হয়, সেগুলো যাচাই-বাছাই করে মামলা পরিচালনা করা উচিৎ।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুসরাত জেরীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান শিশির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, সরকারি কৌশুলি আশরাফুল ইসলাম খোকন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাড. রফিকুল ইসলাম ও অ্যাড. ইজাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচিত হওয়ায় ওই দুই আইনজীবী তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া সভার শুরুতে লিগ্যাল এইডের উপকারভোগীদের মধ্যে মিতু খাতুন, আতাউর রহমান ও সাথী খাতুন তাদের অনুভূতি প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সাইফুদ্দীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১য় আদালত) হুমায়ুন কবীর সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. মাসুদ আলী, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) সাজ্জাদুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী, সিনিয়র সহকারী জজ (চুয়াডাঙ্গা সদর) মো. দেলোয়ার হোসেন, সহকারী জজ (আলমডাঙ্গা) মোছা. অর্পিতা আক্তার, সহকারী জজ দোলন হাসান, সহকারী জজ সাগর আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মো. লস্কর সোহেল রানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) জোহরা খাতুন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেনসহ আদালতের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা কারাগার, তথ্য অফিস এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের সদস্যরা।

ঝিনাইদহ:
ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন মাতব্বার, পুলিশ সুপার আশিকুর রহমান, সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সিনিয়র সহকারী জজ মো. বুলবুল আহম্মেদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. রবিউল ইসলাম, পিপি অ্যাড. ইসমাইল হোসেন, জিপি অ্যাড. বিকাশ বিশ^াসসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলা বলেন, আজকে আদালতে মামলা জটের জন্য শুধুমাত্র আইনজীবী নয়, এর সাথে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারেন না। পাশাপাশি বাদী-বিবাদীরাও মামলা জটের অন্যতম কারণ বলে তিনি মনে করেন। তিনি বলেন, সমাজের নির্যাতিত অসহায় দরিদ্রদের মামলার ব্যয় লিগ্যাল বহন করে। এ তথ্য সকলে জানাতে হবে। সেই সাথে ন্যায়বিচার বঞ্চিতদের হয়রানি ছাড়া সেবা দেওয়ার আহ্বানও জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা লিগ্যাল এইডের কার্যক্রমকে শহরে থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, লিগ্যাল এইডের সহায়তা যেন অব্যহত থাকে। অনুষ্ঠানে জানানো হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ঝিনাইদহে ৫৭১ মামলার মধ্যে ৫১৬ নিষ্পত্তি হয়েছে। ৮০৭টি আপস মামলার মধ্যে ৭৫৬টি নিষ্পত্তি হয়। এর মধ্যে ১৭০টি পারিবারিক অভিযোগ নিষ্পত্তির পরে তারা সুখে-শান্তিতে বসবাস করছে। এ পর্যন্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ কোটি ৪৮ হাজার টাকা দেনমোহর আদায় করেছে। আইনজীবীদের পরিসেবায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান জেলা কমিটির চেয়ারম্যান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

আপলোড টাইম : ০১:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথকভাবে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটি বর্ণাঢ্য এ কর্মসূচির আয়োজন করে।

চুয়াডাঙ্গা:
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। বর্ণাঢ্য এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আলোচনা সভার আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার। তিনি বলেন, গত এক বছরে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেতে কোনো খরচ নেওয়া হয় না। সমস্ত খচর সরকার বহন করে থাকে। আমাদের দেশের ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকায় সরকার লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় মানুষদের আইনি সহায়তা প্রদান করে থাকে। লিগ্যাল এইডের মাধ্যমে যে মামলাগুলো পরিচালনা করা হয়, সেগুলো যাচাই-বাছাই করে মামলা পরিচালনা করা উচিৎ।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুসরাত জেরীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান শিশির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, সরকারি কৌশুলি আশরাফুল ইসলাম খোকন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাড. রফিকুল ইসলাম ও অ্যাড. ইজাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচিত হওয়ায় ওই দুই আইনজীবী তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া সভার শুরুতে লিগ্যাল এইডের উপকারভোগীদের মধ্যে মিতু খাতুন, আতাউর রহমান ও সাথী খাতুন তাদের অনুভূতি প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. সাইফুদ্দীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১য় আদালত) হুমায়ুন কবীর সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. মাসুদ আলী, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) সাজ্জাদুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী, সিনিয়র সহকারী জজ (চুয়াডাঙ্গা সদর) মো. দেলোয়ার হোসেন, সহকারী জজ (আলমডাঙ্গা) মোছা. অর্পিতা আক্তার, সহকারী জজ দোলন হাসান, সহকারী জজ সাগর আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মো. লস্কর সোহেল রানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) জোহরা খাতুন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেনসহ আদালতের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা কারাগার, তথ্য অফিস এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের সদস্যরা।

ঝিনাইদহ:
ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন মাতব্বার, পুলিশ সুপার আশিকুর রহমান, সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সিনিয়র সহকারী জজ মো. বুলবুল আহম্মেদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. রবিউল ইসলাম, পিপি অ্যাড. ইসমাইল হোসেন, জিপি অ্যাড. বিকাশ বিশ^াসসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
লিগ্যাল এইডের চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলা বলেন, আজকে আদালতে মামলা জটের জন্য শুধুমাত্র আইনজীবী নয়, এর সাথে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারেন না। পাশাপাশি বাদী-বিবাদীরাও মামলা জটের অন্যতম কারণ বলে তিনি মনে করেন। তিনি বলেন, সমাজের নির্যাতিত অসহায় দরিদ্রদের মামলার ব্যয় লিগ্যাল বহন করে। এ তথ্য সকলে জানাতে হবে। সেই সাথে ন্যায়বিচার বঞ্চিতদের হয়রানি ছাড়া সেবা দেওয়ার আহ্বানও জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা লিগ্যাল এইডের কার্যক্রমকে শহরে থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, লিগ্যাল এইডের সহায়তা যেন অব্যহত থাকে। অনুষ্ঠানে জানানো হয়, লিগ্যাল এইডের মাধ্যমে ঝিনাইদহে ৫৭১ মামলার মধ্যে ৫১৬ নিষ্পত্তি হয়েছে। ৮০৭টি আপস মামলার মধ্যে ৭৫৬টি নিষ্পত্তি হয়। এর মধ্যে ১৭০টি পারিবারিক অভিযোগ নিষ্পত্তির পরে তারা সুখে-শান্তিতে বসবাস করছে। এ পর্যন্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ কোটি ৪৮ হাজার টাকা দেনমোহর আদায় করেছে। আইনজীবীদের পরিসেবায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান জেলা কমিটির চেয়ারম্যান।