ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে মোমিন মালিতা

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অংশ হিসেবে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ছাত্রদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি সরোজগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্ট্যান্ড সংলগ্নে সমাবেশ করে। সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব রায়হানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

তিনি বলেন, ‘ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রয়েছে। প্রজাতন্ত্রের দায়িত্ব পালন না করে যারা জনগণের ওপর জুলুম করেছিল, তাদেরকে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। পুলিশ প্রশাসনের মধ্যে যারা অতিমাত্রায় দানবীয় আচরণ করেছিল, তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের পরিস্কার বক্তব্য, দলের নাম ভাঙিয়ে কোনো জনবিরোধী কাজ করা যাবে না। দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমানের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাজমুস সাকিব, রমজান আলী, সহসাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া, শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সোহাগ, রাশেদ হাসান তুহিন, নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন আহমেদ, আল আমিন, সবুজ, রানা, রুম্মান, পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদল নেতা হাসানুজ্জামান হাসান, মিজানুর রহমান, রাসেল, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল রানা, আরাফাত হোসেন, সাকিব আল হাসান প্রমুখ। গতকাল সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে মোমিন মালিতা

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা

আপলোড টাইম : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অংশ হিসেবে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ছাত্রদলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি সরোজগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্ট্যান্ড সংলগ্নে সমাবেশ করে। সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব রায়হানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

তিনি বলেন, ‘ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রয়েছে। প্রজাতন্ত্রের দায়িত্ব পালন না করে যারা জনগণের ওপর জুলুম করেছিল, তাদেরকে দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। পুলিশ প্রশাসনের মধ্যে যারা অতিমাত্রায় দানবীয় আচরণ করেছিল, তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের পরিস্কার বক্তব্য, দলের নাম ভাঙিয়ে কোনো জনবিরোধী কাজ করা যাবে না। দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমানের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাজমুস সাকিব, রমজান আলী, সহসাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া, শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সোহাগ, রাশেদ হাসান তুহিন, নাজিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন আহমেদ, আল আমিন, সবুজ, রানা, রুম্মান, পদ্মবিলা ইউনিয়ন ছাত্রদল নেতা হাসানুজ্জামান হাসান, মিজানুর রহমান, রাসেল, শংকরচন্দ্র ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল রানা, আরাফাত হোসেন, সাকিব আল হাসান প্রমুখ। গতকাল সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।