ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার তেঘরীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের তেঘরী মাদ্রাসা পাড়ায় ক্রিকেট খেলার সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গহেরপুর গ্রামের মুসা করিমের ছেলে আনারুল (২০) ও একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে জিপু মিয়া (২২)। তবে এদের মধ্যে জিপুর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, তেঘরী গ্রামের একটি সংঘ ৮ দলীয় রাত্রীকালীন (সর্টপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলা খুব ভালোভাবেই চলছে কয়েকদিন ধরে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে গহেরপুর ক্রিকেট একাদশ ও মোহাম্মদপুর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেছিল। খেলা চলাকালীন সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়। এরই ধারাবাহিকতায় হঠাৎ তেঘরী গ্রামের আবু তালেবের ছেলে তামিম হোসেন (২৩) এবং পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামের হাসানের ছেলে ইকবাল (১৮) মারমুখী ভঙিতে সকলের উদ্দেশ্য ছুটে যান। পরে শুরু হয় দুপক্ষের মারামারি। এর একপর্যায়ে তামিম স্টাম্প নিয়ে এসে জিপুর কপালে আঘাত করলে কপাল ফেটে মাটিতে পড়ে। এমতাবস্থায় খেলা পরিচালনা কমিটি জিপুকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, তামিম কয়েকটি মারাত্মক মামলার আসামি। কয়েকবার সে জেল খেটেছে। তাকে দেখে অনেকে ভয় পায়। তার কাছে সবসময় দেশীয় অস্ত্র খুর ও চাকু থাকে। আর সে সবসময় এলাকার ভেতর বিভিন্ন রকম ঝামেলা করে। এ ঘটনার পর তামিম পলাতক বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সদস্যরা বলেন, ‘তামিম আমাদের কমিটির কেউ না। তারপরও সে কেন এমন করলো সেটা জানি না। তাকে আমরা কেউ ডাকি নাই।’ এ বিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই উত্তম কুমার বলেন, ‘আমরা বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আহতদের পেলেও অভিযুক্ত দুজনকে পায়নি। তবে আমরা এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সাথে কথা বলে পরবর্তী কার্যক্রম ব্যবস্থা নেব।’ এ বিষয়ে আহত জিপুর পরিবারের সাথে কথা হলে তারা জানায়, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার তেঘরীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২

আপলোড টাইম : ০৪:২৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, তিতুদহ:

চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের তেঘরী মাদ্রাসা পাড়ায় ক্রিকেট খেলার সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গহেরপুর গ্রামের মুসা করিমের ছেলে আনারুল (২০) ও একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে জিপু মিয়া (২২)। তবে এদের মধ্যে জিপুর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, তেঘরী গ্রামের একটি সংঘ ৮ দলীয় রাত্রীকালীন (সর্টপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলা খুব ভালোভাবেই চলছে কয়েকদিন ধরে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে গহেরপুর ক্রিকেট একাদশ ও মোহাম্মদপুর ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেছিল। খেলা চলাকালীন সময় দুপক্ষের সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়। এরই ধারাবাহিকতায় হঠাৎ তেঘরী গ্রামের আবু তালেবের ছেলে তামিম হোসেন (২৩) এবং পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামের হাসানের ছেলে ইকবাল (১৮) মারমুখী ভঙিতে সকলের উদ্দেশ্য ছুটে যান। পরে শুরু হয় দুপক্ষের মারামারি। এর একপর্যায়ে তামিম স্টাম্প নিয়ে এসে জিপুর কপালে আঘাত করলে কপাল ফেটে মাটিতে পড়ে। এমতাবস্থায় খেলা পরিচালনা কমিটি জিপুকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, তামিম কয়েকটি মারাত্মক মামলার আসামি। কয়েকবার সে জেল খেটেছে। তাকে দেখে অনেকে ভয় পায়। তার কাছে সবসময় দেশীয় অস্ত্র খুর ও চাকু থাকে। আর সে সবসময় এলাকার ভেতর বিভিন্ন রকম ঝামেলা করে। এ ঘটনার পর তামিম পলাতক বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সদস্যরা বলেন, ‘তামিম আমাদের কমিটির কেউ না। তারপরও সে কেন এমন করলো সেটা জানি না। তাকে আমরা কেউ ডাকি নাই।’ এ বিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই উত্তম কুমার বলেন, ‘আমরা বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আহতদের পেলেও অভিযুক্ত দুজনকে পায়নি। তবে আমরা এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সাথে কথা বলে পরবর্তী কার্যক্রম ব্যবস্থা নেব।’ এ বিষয়ে আহত জিপুর পরিবারের সাথে কথা হলে তারা জানায়, হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।