ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

বিয়ের তিন মাসের মাথায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুরে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল  রোববার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে, আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে দাবি পরিবারের।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরের ওয়ারিয়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা আফরিনা খাতুনের (১৯) সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি-কৃষ্ণপুরের ডিহি পাড়ার মনসেদ আলীর ছেলে রুহুল আমিনের তিন মাস পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। গতকাল রোববার সকালের দিকে তিনি বিষপান করলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়। সেখানে চিকিৎসার একপর্যায় অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কুষ্টিয়ায় নেওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এরপর মৃত আফরিনা খাতুনের লাশ নেওয়া হয় ঝিনাইদহের ওয়ারিয়া গ্রামের তাঁর পিতার বাড়িতে। সেখানে তাঁর লাশ নেওয়া হলে পরবর্তীতে পিতার বাড়ির লোকজন মৃত আফরিনা খাতুনকে দর্শনা থানায় নিয়ে আসে। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাঁর মৃত্যু রহস্যজনক বলে পরিবারের দাবি।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইসএম লুৎফুল কবীর বলেন, দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

বিয়ের তিন মাসের মাথায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুরে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল  রোববার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে, আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে দাবি পরিবারের।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরের ওয়ারিয়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা আফরিনা খাতুনের (১৯) সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি-কৃষ্ণপুরের ডিহি পাড়ার মনসেদ আলীর ছেলে রুহুল আমিনের তিন মাস পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। গতকাল রোববার সকালের দিকে তিনি বিষপান করলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়। সেখানে চিকিৎসার একপর্যায় অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কুষ্টিয়ায় নেওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এরপর মৃত আফরিনা খাতুনের লাশ নেওয়া হয় ঝিনাইদহের ওয়ারিয়া গ্রামের তাঁর পিতার বাড়িতে। সেখানে তাঁর লাশ নেওয়া হলে পরবর্তীতে পিতার বাড়ির লোকজন মৃত আফরিনা খাতুনকে দর্শনা থানায় নিয়ে আসে। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাঁর মৃত্যু রহস্যজনক বলে পরিবারের দাবি।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইসএম লুৎফুল কবীর বলেন, দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।