ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সাত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সাতটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম জেলার আলমডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে তিনি নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, এনএসআই-এর উপ-পরিচালক ইয়াসিন সোহেল, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল। নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।

শপথ গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ, আইলহাঁস ইউনিয়নের মিনাজ উদ্দীন বিশ্বাস, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউনিয়নের রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউনিয়নের তাহাজ্জত হোসেন মির্জা, মনোহরপুর ইউনিয়নের সোহরাব হোসেন খান এবং কেডিকে ইউনিয়নের খায়রুল বাশার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের নিজের বিবেচনাবোধ, বিচক্ষণতা ও নিজের সত্ত্বা, এটাই সবচেয়ে বড়। নিজের শিক্ষা ও নৈতিকতা দিয়েই আপনারা আপনাদের চালিত করবেন। এটার উপরেই আপনাদের সুনাম ও দুর্নাম নির্ভর করে। নিজের জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালন করবেন। এতে করে আপনাদের মাধ্যমে মানুষ উপকৃত হবে।’ জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানের মঙ্গল কামনা করে বলেন, ‘সুন্দর, সৎ ও ভালোভাবে আপনাদের সময়টা পার করতে পারবেন, এ আশি রাখি।’

উল্লেখ্য, গেল ১৬ মার্চ আলমডাঙ্গা উপজেলার ২টি ও জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্ত্রীর চিকিৎসাজনিত কারণে জীবননগরের উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভারতে থাকায় পরে শপথ নেবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সাত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০২:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সাতটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম জেলার আলমডাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে তিনি নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, এনএসআই-এর উপ-পরিচালক ইয়াসিন সোহেল, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল। নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।

শপথ গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ, আইলহাঁস ইউনিয়নের মিনাজ উদ্দীন বিশ্বাস, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউনিয়নের রবিউল ইসলাম বিশ্বাস, রায়পুর ইউনিয়নের তাহাজ্জত হোসেন মির্জা, মনোহরপুর ইউনিয়নের সোহরাব হোসেন খান এবং কেডিকে ইউনিয়নের খায়রুল বাশার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের নিজের বিবেচনাবোধ, বিচক্ষণতা ও নিজের সত্ত্বা, এটাই সবচেয়ে বড়। নিজের শিক্ষা ও নৈতিকতা দিয়েই আপনারা আপনাদের চালিত করবেন। এটার উপরেই আপনাদের সুনাম ও দুর্নাম নির্ভর করে। নিজের জ্ঞান, প্রজ্ঞা, সততা ও স্বচ্ছতা দিয়ে দায়িত্ব পালন করবেন। এতে করে আপনাদের মাধ্যমে মানুষ উপকৃত হবে।’ জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানের মঙ্গল কামনা করে বলেন, ‘সুন্দর, সৎ ও ভালোভাবে আপনাদের সময়টা পার করতে পারবেন, এ আশি রাখি।’

উল্লেখ্য, গেল ১৬ মার্চ আলমডাঙ্গা উপজেলার ২টি ও জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্ত্রীর চিকিৎসাজনিত কারণে জীবননগরের উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভারতে থাকায় পরে শপথ নেবেন।