ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ছদ্মবেশ ধারণ করে সাইফুল ইসলাম মিডুল (৪৫) নামের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিডুল চুয়াডাঙ্গা সদর থানার জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও সিঅ্যান্ডবি পাড়ার আকবর আলীর ছেলে।

সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান সঙ্গীয় ছদ্মবেশধারী ফোর্স নিয়ে সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
ছদ্মবেশ ধারণ করে সাইফুল ইসলাম মিডুল (৪৫) নামের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিডুল চুয়াডাঙ্গা সদর থানার জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও সিঅ্যান্ডবি পাড়ার আকবর আলীর ছেলে।

সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান সঙ্গীয় ছদ্মবেশধারী ফোর্স নিয়ে সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।