ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদ্যাপিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
অরিন্দমের আয়োজনে চুয়াডাঙ্গায় বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহের ডমরু কাজী নজরুল ইসলাম ও ক্ষণজন্মা বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক আমিনুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মান্নান। আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও নাট্যজন মো. আলাউদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ ও অরিন্দম চুয়াডাঙ্গার সাবেক সভাপতি, কবি ও নাট্যকার বজলুর রহমান জোয়ার্দার। আলোচনায় তাঁরা বাংলা সাহিত্যে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের গান, তার সঙ্গে নৃত্য ও আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা। তারপর তৃতীয় পর্বে কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘রিক্তের বেদন’-এর ওপর একটি মঞ্চনাটক প্রদর্শন করে অরিন্দম চুয়াডাঙ্গা। পুরো অনুষ্ঠান উপভোগ শেষে জেলা প্রশাসক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এমন নাটক প্রতি মাসে অন্তত একটি করে মঞ্চায়ন করার জন্য অরিন্দম চুয়াডাঙ্গাকে আহ্বান জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত ও সদস্য মিষ্টি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদ্যাপিত

আপলোড টাইম : ০৭:৪৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
অরিন্দমের আয়োজনে চুয়াডাঙ্গায় বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহের ডমরু কাজী নজরুল ইসলাম ও ক্ষণজন্মা বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক আমিনুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মান্নান। আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও নাট্যজন মো. আলাউদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ ও অরিন্দম চুয়াডাঙ্গার সাবেক সভাপতি, কবি ও নাট্যকার বজলুর রহমান জোয়ার্দার। আলোচনায় তাঁরা বাংলা সাহিত্যে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক।
আলোচনা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে রবীন্দ্র, নজরুল ও সুকান্তের গান, তার সঙ্গে নৃত্য ও আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা। তারপর তৃতীয় পর্বে কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘রিক্তের বেদন’-এর ওপর একটি মঞ্চনাটক প্রদর্শন করে অরিন্দম চুয়াডাঙ্গা। পুরো অনুষ্ঠান উপভোগ শেষে জেলা প্রশাসক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এমন নাটক প্রতি মাসে অন্তত একটি করে মঞ্চায়ন করার জন্য অরিন্দম চুয়াডাঙ্গাকে আহ্বান জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত ও সদস্য মিষ্টি।