ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলা নিয়ে দ্বন্দ্ব;কিশোরকে কুপিয়ে রক্তাক্ত জখম!

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০১:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে জিসান আহমেদ (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতাকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম জিসান আহমেদ চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জিসানসহ তাঁর সমবয়সী কয়েকজন কিশোর মোবাইলে ফ্রি-ফায়ার (গেমস) খেলা করছিল। এ সময় এই গেমস খেলাকে কেন্দ্র করে জিসানের সঙ্গে ইকবাল ও বিপ্লবসহ আরও কয়েকজন কিশোর বাগবিতণ্ডা হয়। এসময় জিসান সেখান থেকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গা ছাগল ফার্মপাড়ার ছাগল উন্নয়ন খামার সংলগ্ন এলাকায় কিশোর জিসানকে একা পেয়ে প্রতিপক্ষ কিশোর ইকবাল ও বিপ্লব ধারালো অস্ত্র দিয়ে জিসানের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। সেময় জিসনের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, ‘সন্ধ্যায় জিসান নামের এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হয়। কিশোর জিসানের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন ছিল। ক্ষতস্থানে সেলাই দিয়ে তাকে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘চুয়াডাঙ্গা পৌর শহরের ছাগল ফার্মপাড়ায় মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কিশোরদের দুটি পক্ষের মধ্যে বিরোধের হয়। এ ঘটনায় সন্ধ্যার দিকে একই এলাকায় জিসান নামের এক কিশোরকে কুপিয়েছে জখম করে অন্য দুই কিশোর। সন্ধ্যার পরেই ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন পর্যন্ত অভিযোগ পায়নি। তারপরেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলা নিয়ে দ্বন্দ্ব;কিশোরকে কুপিয়ে রক্তাক্ত জখম!

আপলোড টাইম : ০১:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে জিসান আহমেদ (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতাকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম জিসান আহমেদ চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জিসানসহ তাঁর সমবয়সী কয়েকজন কিশোর মোবাইলে ফ্রি-ফায়ার (গেমস) খেলা করছিল। এ সময় এই গেমস খেলাকে কেন্দ্র করে জিসানের সঙ্গে ইকবাল ও বিপ্লবসহ আরও কয়েকজন কিশোর বাগবিতণ্ডা হয়। এসময় জিসান সেখান থেকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গা ছাগল ফার্মপাড়ার ছাগল উন্নয়ন খামার সংলগ্ন এলাকায় কিশোর জিসানকে একা পেয়ে প্রতিপক্ষ কিশোর ইকবাল ও বিপ্লব ধারালো অস্ত্র দিয়ে জিসানের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। সেময় জিসনের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, ‘সন্ধ্যায় জিসান নামের এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হয়। কিশোর জিসানের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন ছিল। ক্ষতস্থানে সেলাই দিয়ে তাকে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘চুয়াডাঙ্গা পৌর শহরের ছাগল ফার্মপাড়ায় মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কিশোরদের দুটি পক্ষের মধ্যে বিরোধের হয়। এ ঘটনায় সন্ধ্যার দিকে একই এলাকায় জিসান নামের এক কিশোরকে কুপিয়েছে জখম করে অন্য দুই কিশোর। সন্ধ্যার পরেই ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোন পর্যন্ত অভিযোগ পায়নি। তারপরেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’