ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ (৪৫) নামের এক পথচারী আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকার পান্তা চায়ের দোকানের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইউসুফ চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়ার আনসার মন্ডলের ছেলে এবং সুমন ডিলাক্সের চুয়াডাঙ্গা বাস টার্মিনালের কাউন্টারে কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, রাতে ঢাকাগামী সুমন ডিলাক্সের একটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পর রাস্তা থেকে কাউন্টারে আসছিলেন ইউসুফ। এ সময় বেপরোয়া গতিতে তিনজনসহ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফজালুর রশিদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

ইউসুফের চাচাতো ভাই সুজন বলেন, ‘আমার ভাই তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। বেপরোয়া গতিতে এক মোটরসাইকেলে তিনজন যুবক আমার ভাইকে ধাক্কা দিয়ে আহত করেছে। আমি থানায় অভিযোগ করব। সিসি ক্যামেরার সহযোগিতায় অভিযুক্তদের ধরা সম্ভব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত

আপলোড টাইম : ০৯:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ (৪৫) নামের এক পথচারী আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকার পান্তা চায়ের দোকানের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইউসুফ চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়ার আনসার মন্ডলের ছেলে এবং সুমন ডিলাক্সের চুয়াডাঙ্গা বাস টার্মিনালের কাউন্টারে কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, রাতে ঢাকাগামী সুমন ডিলাক্সের একটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পর রাস্তা থেকে কাউন্টারে আসছিলেন ইউসুফ। এ সময় বেপরোয়া গতিতে তিনজনসহ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফজালুর রশিদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

ইউসুফের চাচাতো ভাই সুজন বলেন, ‘আমার ভাই তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। বেপরোয়া গতিতে এক মোটরসাইকেলে তিনজন যুবক আমার ভাইকে ধাক্কা দিয়ে আহত করেছে। আমি থানায় অভিযোগ করব। সিসি ক্যামেরার সহযোগিতায় অভিযুক্তদের ধরা সম্ভব।’