ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের রেলগেট ফুড গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়াজেদ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগরপাড়ার মৃত তালু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ওয়াজেদ আলী তাঁর মেয়ের কিছু কাগজপত্র নিয়ে সরকারি কলেজের উদ্দেশ্য নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হন। পথের মধ্যে চুয়াডাঙ্গাডাঙ্গা রেলগেট ফুড গোডাউনের সামনে পৌঁছালে পিছন থেকে এসে একটি মাটিভর্তি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওয়াজেদ আলী। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। এখানে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন রেলগেট ফুড গোডাউনের সামনে ট্রাক্টরের ধাক্কায় বেলা সাড়ে ১১টার দিকে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাক্টরটি আটক করেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

আপলোড টাইম : ১০:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক পশু চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের রেলগেট ফুড গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়াজেদ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগরপাড়ার মৃত তালু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ওয়াজেদ আলী তাঁর মেয়ের কিছু কাগজপত্র নিয়ে সরকারি কলেজের উদ্দেশ্য নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হন। পথের মধ্যে চুয়াডাঙ্গাডাঙ্গা রেলগেট ফুড গোডাউনের সামনে পৌঁছালে পিছন থেকে এসে একটি মাটিভর্তি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওয়াজেদ আলী। এসময় স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। এখানে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সদর থানাধীন রেলগেট ফুড গোডাউনের সামনে ট্রাক্টরের ধাক্কায় বেলা সাড়ে ১১টার দিকে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাক্টরটি আটক করেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়।’