ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ব্লাড ক্যানসারে পৌরসভার পাইপ মিস্ত্রি রতনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা পৌরসভার মাস্টারুলে চাকরিরত পাইপ মিস্ত্রি রতনের (২৮) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ার মৃত আবু বক্করের ছেলে। এদিকে, রতনের অকাল মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত রতনের দুলাভাই এনামুল জানান, গত বৃহস্পতিবার জাম্মি ডেন্টাল কেয়ার থেকে চিকিৎসার পরেও রতনের দাঁত থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় গত শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর রতনের মাড়ির দুইটা দাঁত তুলে ফেলা হয়। এরপরেও রক্তক্ষরণ বন্ধ না হলে বিভিন্ন পরীক্ষা লিখে দেয় চিকিৎসক। পরীক্ষার রিপোর্টে রতনের ব্লাড ক্যানসার ধরা পরে। গতকাল সকাল আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) আব্দুর রশিদ বলেন, ‘রতন মাস্টাররুলে পৌরসভার পাইপমিস্ত্রি হিসেবে কর্মরত ছিল। কিছুদিন পূর্বে রতন জানায় তার আক্কেল মাড়ি উঠছে। জাম্মি ডেন্টাল কেয়ার থেকে চিকিৎসাও নেয়। এরই মধ্যে গত শনিবার পৌরসভায় না আসলে মোবাইলে জানতে পারি সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে চিকিৎসার জন্য। আজ সকালে খবর পাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা পৌর শহরের জাম্মি ডেন্টাল কেয়ারের ডেন্টিস ডা. আহমদ জামিল মূজহারী ওরফে জাম্মি বলেন, ‘১২ দিন পূর্বে আক্কেল মাড়িতে সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন রতন নামের ওই যুবক। তার নিচের মাড়ির একটি দাঁতে ইনফেকশন ছিল। সেসময় তাকে চিকিৎসা প্রদান করি। তার দাঁত থেকে অবিরত রক্ত পড়ায় গত বৃহস্পতিবার সে আবার চিকিৎসার জন্য আমার চেম্বারে আসে। এসময় দেখি রতনের উপরের মাড়ির একটি দাঁত থেকে রক্ত বের হচ্ছে। এসময় আমি উপরের মাড়ির দাঁতও ওয়াশ করে দিই। সে প্রায় ৭০ শতাংশ সুস্থ ছিল। এরই মধ্যে আজ বিকেলে ব্লাড ক্যানসারে আক্রান্ত রতন রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজশাহীতে নেওয়ার পর পরীক্ষা করালে পরিবারের সদস্যরা তার ব্লাড ক্যানসারের বিষয়ে জানতে পারে।’

চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ জোয়ার্দ্দার মিণ্টু বলেন, ‘মাড়ির অসুস্থতা নিয়ে রতন রাজশাহীতে চিকিৎসা নিতে যায়। সেখানে তার ব্লাড ক্যানসার ধরা পরে। এত অল্প বয়সে রতনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রতন তার এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলো। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।’ এদিকে, গতকাল সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রতনের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ব্লাড ক্যানসারে পৌরসভার পাইপ মিস্ত্রি রতনের মৃত্যু

আপলোড টাইম : ০৪:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা পৌরসভার মাস্টারুলে চাকরিরত পাইপ মিস্ত্রি রতনের (২৮) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রতন চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ার মৃত আবু বক্করের ছেলে। এদিকে, রতনের অকাল মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত রতনের দুলাভাই এনামুল জানান, গত বৃহস্পতিবার জাম্মি ডেন্টাল কেয়ার থেকে চিকিৎসার পরেও রতনের দাঁত থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় গত শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর রতনের মাড়ির দুইটা দাঁত তুলে ফেলা হয়। এরপরেও রক্তক্ষরণ বন্ধ না হলে বিভিন্ন পরীক্ষা লিখে দেয় চিকিৎসক। পরীক্ষার রিপোর্টে রতনের ব্লাড ক্যানসার ধরা পরে। গতকাল সকাল আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) আব্দুর রশিদ বলেন, ‘রতন মাস্টাররুলে পৌরসভার পাইপমিস্ত্রি হিসেবে কর্মরত ছিল। কিছুদিন পূর্বে রতন জানায় তার আক্কেল মাড়ি উঠছে। জাম্মি ডেন্টাল কেয়ার থেকে চিকিৎসাও নেয়। এরই মধ্যে গত শনিবার পৌরসভায় না আসলে মোবাইলে জানতে পারি সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে চিকিৎসার জন্য। আজ সকালে খবর পাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতনের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা পৌর শহরের জাম্মি ডেন্টাল কেয়ারের ডেন্টিস ডা. আহমদ জামিল মূজহারী ওরফে জাম্মি বলেন, ‘১২ দিন পূর্বে আক্কেল মাড়িতে সমস্যা নিয়ে আমার চেম্বারে আসেন রতন নামের ওই যুবক। তার নিচের মাড়ির একটি দাঁতে ইনফেকশন ছিল। সেসময় তাকে চিকিৎসা প্রদান করি। তার দাঁত থেকে অবিরত রক্ত পড়ায় গত বৃহস্পতিবার সে আবার চিকিৎসার জন্য আমার চেম্বারে আসে। এসময় দেখি রতনের উপরের মাড়ির একটি দাঁত থেকে রক্ত বের হচ্ছে। এসময় আমি উপরের মাড়ির দাঁতও ওয়াশ করে দিই। সে প্রায় ৭০ শতাংশ সুস্থ ছিল। এরই মধ্যে আজ বিকেলে ব্লাড ক্যানসারে আক্রান্ত রতন রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাজশাহীতে নেওয়ার পর পরীক্ষা করালে পরিবারের সদস্যরা তার ব্লাড ক্যানসারের বিষয়ে জানতে পারে।’

চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ জোয়ার্দ্দার মিণ্টু বলেন, ‘মাড়ির অসুস্থতা নিয়ে রতন রাজশাহীতে চিকিৎসা নিতে যায়। সেখানে তার ব্লাড ক্যানসার ধরা পরে। এত অল্প বয়সে রতনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রতন তার এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলো। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।’ এদিকে, গতকাল সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রতনের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।