ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় একই ইজিবাইকের চালকসহ নয়জন জখম, রেফার্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় একই ইজিবাইকের চালক ও যাত্রীসহ নয়জন গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুরে তাল্লু স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম নয়জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালের নেওয়ার পরামর্শ দেন। অন্য ছয়জনকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার মোল্লাপাড়ার গোলাম হোসেনের ছেলে ইজিবাইকচালক সাইফুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গার পৌর এলাকার কুলচারা চাঁনপুর গ্রামের গরুর ব্যবসায়ী লাড্ডু হোসেন (৩৭), একই এলাকার মৃত ঠাণ্ডুর ছেলে আমিরুল ইসলাম (৫০), প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী সেলিম হোসেন (৩৫), তাহাজদ্দীর ছেলে অনিক হোসেন (৩০), খেজুরতলা ট্যাংরামারী গ্রামের ক্যানালপাড়ার মৃত আশিরউদ্দীন সর্দ্দারের ছেলে গরু ব্যবসায়ী বাদল সর্দ্দার (৪৫), চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি পুরাতনপাড়ার লতিফের মণ্ডলের ছেলে গরুর ক্রেতা সুমন হোসেন (২৮), ইসলামপাড়ার মৃত শুকুর আলীর ছেলে গরু ব্যবসায়ী কামরুল হোসেন (৪০) ও বেলগাছিপাড়ার মিরাজুলের ছেলে ইমন (২২)।

        জানা যায়, গতকাল সন্ধ্যায় দামুড়হুদার ডুগডুগি পশুহাট থেকে গরুর ত্রেতা-বিক্রেতাসহ ছয়জন চুয়াডাঙ্গার উদ্যোশে একটি ইজিবাইকে ওঠেন। ওই ইজিবাইকযোগে পূর্বে থেকেই আরো দুজন যাত্রী ছিলেন। চালক আটজন যাত্রী নিয়ে ইজিবাইকটি দামুড়হুদা উপজেলার উজিরপুর তাল্লু স্পিনিং মিলের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হয় চালকসহ ইজিবাইকের আরো আটজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

দুর্ঘটনার শিকার ইজিবাইকের যাত্রী সুমন হোসেন বলেন, ‘আমি ডুগডুগি পশু হাটে একটি গরু কেনার জন্য গিয়েছিলাম। সন্ধ্যায় গরুর হাট থেকে চুয়াডাঙ্গার আরো কয়েকজনের সঙ্গে একটি ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে ফিরছিলাম। ইজিবাইকে চালকসহ মোট নয়জন যাত্রী ছিল। আমি ইজিবাইকের ভেতরে ছিলাম। ইজিবাইকটি উজিরপুর তাল্লু মিলের মাননে পৌছালে সামনে থেকে একটি দ্রুতগোতীর প্রাইভেটকার আমাদের ইজিবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। এসময় ইজিবাইকের সামনে থাকা চালক ও আরো দুজন যাত্রীসহ মোট তিনজনের পায়ের সঙ্গে বড় ধাক্কাটা লাগে। তিনজনেরই দুই পায়ের হাড় ভেঙে বেড়িয়ে গেছে। আমিও হাটতে পারছি না। ইজিবাইকটি রাস্তা একপাশ দিয়েই চলছিল। সম্পূর্ণ উল্টোদিকে এসে প্রাইভেটকারটি আমাদেরকে ধাক্কা দেয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক অনিক চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একই ইজিবাইকের নয়জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের শরীরে পায়ের হাড়ভাঙাসহ ওপেন ফ্যাক্চার হয়েছে। এর মধ্যে তিনজনের দুই পায়ের হাটুর নিচের দুটি করে পাই ভেঙে অপের প্রাকচার হয়ছে। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদেরকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট স্যারকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। অবস্থার অবনতি হলে পরিস্থিতি বুঝে আরো তিনজনকে রেফার্ড করা হতে পারে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দামুড়হুদা থানাধীন উজিরপুর তাল্লু স্পিনিং মিলের সামনে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালকসহ নয়জন গুরুতর আহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা থানায় নেওয়া হয়েছে। গাড়ির নম্বর: ঢাকা মেট্রো গ- ৩৫-৭৮৬৭। গাড়ির চালক ও গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায়নি। ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় একই ইজিবাইকের চালকসহ নয়জন জখম, রেফার্ড

আপলোড টাইম : ১১:১৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় একই ইজিবাইকের চালক ও যাত্রীসহ নয়জন গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার উজিরপুরে তাল্লু স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম নয়জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালের নেওয়ার পরামর্শ দেন। অন্য ছয়জনকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার মোল্লাপাড়ার গোলাম হোসেনের ছেলে ইজিবাইকচালক সাইফুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গার পৌর এলাকার কুলচারা চাঁনপুর গ্রামের গরুর ব্যবসায়ী লাড্ডু হোসেন (৩৭), একই এলাকার মৃত ঠাণ্ডুর ছেলে আমিরুল ইসলাম (৫০), প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী সেলিম হোসেন (৩৫), তাহাজদ্দীর ছেলে অনিক হোসেন (৩০), খেজুরতলা ট্যাংরামারী গ্রামের ক্যানালপাড়ার মৃত আশিরউদ্দীন সর্দ্দারের ছেলে গরু ব্যবসায়ী বাদল সর্দ্দার (৪৫), চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি পুরাতনপাড়ার লতিফের মণ্ডলের ছেলে গরুর ক্রেতা সুমন হোসেন (২৮), ইসলামপাড়ার মৃত শুকুর আলীর ছেলে গরু ব্যবসায়ী কামরুল হোসেন (৪০) ও বেলগাছিপাড়ার মিরাজুলের ছেলে ইমন (২২)।

        জানা যায়, গতকাল সন্ধ্যায় দামুড়হুদার ডুগডুগি পশুহাট থেকে গরুর ত্রেতা-বিক্রেতাসহ ছয়জন চুয়াডাঙ্গার উদ্যোশে একটি ইজিবাইকে ওঠেন। ওই ইজিবাইকযোগে পূর্বে থেকেই আরো দুজন যাত্রী ছিলেন। চালক আটজন যাত্রী নিয়ে ইজিবাইকটি দামুড়হুদা উপজেলার উজিরপুর তাল্লু স্পিনিং মিলের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হয় চালকসহ ইজিবাইকের আরো আটজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

দুর্ঘটনার শিকার ইজিবাইকের যাত্রী সুমন হোসেন বলেন, ‘আমি ডুগডুগি পশু হাটে একটি গরু কেনার জন্য গিয়েছিলাম। সন্ধ্যায় গরুর হাট থেকে চুয়াডাঙ্গার আরো কয়েকজনের সঙ্গে একটি ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে ফিরছিলাম। ইজিবাইকে চালকসহ মোট নয়জন যাত্রী ছিল। আমি ইজিবাইকের ভেতরে ছিলাম। ইজিবাইকটি উজিরপুর তাল্লু মিলের মাননে পৌছালে সামনে থেকে একটি দ্রুতগোতীর প্রাইভেটকার আমাদের ইজিবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। এসময় ইজিবাইকের সামনে থাকা চালক ও আরো দুজন যাত্রীসহ মোট তিনজনের পায়ের সঙ্গে বড় ধাক্কাটা লাগে। তিনজনেরই দুই পায়ের হাড় ভেঙে বেড়িয়ে গেছে। আমিও হাটতে পারছি না। ইজিবাইকটি রাস্তা একপাশ দিয়েই চলছিল। সম্পূর্ণ উল্টোদিকে এসে প্রাইভেটকারটি আমাদেরকে ধাক্কা দেয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক অনিক চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একই ইজিবাইকের নয়জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের শরীরে পায়ের হাড়ভাঙাসহ ওপেন ফ্যাক্চার হয়েছে। এর মধ্যে তিনজনের দুই পায়ের হাটুর নিচের দুটি করে পাই ভেঙে অপের প্রাকচার হয়ছে। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদেরকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট স্যারকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। অবস্থার অবনতি হলে পরিস্থিতি বুঝে আরো তিনজনকে রেফার্ড করা হতে পারে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দামুড়হুদা থানাধীন উজিরপুর তাল্লু স্পিনিং মিলের সামনে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালকসহ নয়জন গুরুতর আহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা থানায় নেওয়া হয়েছে। গাড়ির নম্বর: ঢাকা মেট্রো গ- ৩৫-৭৮৬৭। গাড়ির চালক ও গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায়নি। ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’