ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় অফিসার্স ক্লাবের কনফারেন্স রুমে, ইউএসএইড-এর অর্থায়নের মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা পরিচিতি সভাটির বাস্তবায়ন করে। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের সঠিক মূল্যায়ন করে মানবসম্পদে পরিণত করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে সহায়তা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশু নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক কাজ হচ্ছে। আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সংবিধানে বলা হয়েছে সকল নারী-পুরুষের জন্য সমান অধিকার। সরকার আজ দেশে প্রতিবন্ধীদের সুরক্ষিত করেছে। প্রতিবন্ধীদের প্রতি এখন সকলেই সচেতন। প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন। সকলকে বোঝাতে হবে, প্রতিবন্ধীরা আমাদেরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসক আরও বলেন, এনজিওগুলোকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধীদের সচেতন করার পাশাপাশি সহায়ক উপকরণসহ বিভিন্ন ছোট বড় কর্মসংস্থানের ব্যবস্থা করা, চিকিৎসাসেবা প্রদান ও মেডিসিন সহায়তা করা এবং নির্যাতিত দারিদ্র প্রতিবন্ধীদের লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার ব্যবস্থা করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাইফুদ্দিন হোসাইন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুমা সুলতানা, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাবিলা রোকসানা ছন্দা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মেহেরাব্বিন সানভি, আলুকদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোমিনপুর প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা সভাপতি জাহিদুল ইসলাম, শংকরচন্দ্র যুব মহিলা প্রতিবন্ধী সংস্থা সভাপতি তাসলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় অফিসার্স ক্লাবের কনফারেন্স রুমে, ইউএসএইড-এর অর্থায়নের মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা পরিচিতি সভাটির বাস্তবায়ন করে। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের সঠিক মূল্যায়ন করে মানবসম্পদে পরিণত করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে সহায়তা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশু নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক কাজ হচ্ছে। আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সংবিধানে বলা হয়েছে সকল নারী-পুরুষের জন্য সমান অধিকার। সরকার আজ দেশে প্রতিবন্ধীদের সুরক্ষিত করেছে। প্রতিবন্ধীদের প্রতি এখন সকলেই সচেতন। প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছেন। সকলকে বোঝাতে হবে, প্রতিবন্ধীরা আমাদেরই অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসক আরও বলেন, এনজিওগুলোকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধীদের সচেতন করার পাশাপাশি সহায়ক উপকরণসহ বিভিন্ন ছোট বড় কর্মসংস্থানের ব্যবস্থা করা, চিকিৎসাসেবা প্রদান ও মেডিসিন সহায়তা করা এবং নির্যাতিত দারিদ্র প্রতিবন্ধীদের লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার ব্যবস্থা করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাইফুদ্দিন হোসাইন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুমা সুলতানা, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাবিলা রোকসানা ছন্দা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মেহেরাব্বিন সানভি, আলুকদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোমিনপুর প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা সভাপতি জাহিদুল ইসলাম, শংকরচন্দ্র যুব মহিলা প্রতিবন্ধী সংস্থা সভাপতি তাসলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী।