ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পৃথকস্থনে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
বাম্পার ফলন হলেও অর্থ ও শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। তাই কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গায় পৃথক স্থানে কৃষকের ধান কেটে সহায়তা করেছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের জাফরপুর গ্রামের অসহায় কৃষক জাহাঙ্গীরের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়। এতে অংশ নেয় ছাত্রলীগ নেতা আরফিন সজীব, ফারহান রাব্বি, সালেকিন, সাইফুল, লিখন, রাইসুল, সাব্বির, একাব, তৌকির, এনামুল, শাওন, আশিক, অনিক, আল-মামুন, প্রিন্স, রাব্বি ছোট, মাসুম, আলামিন, নুহান, আসিফ, জাহিদ, রাকিব ও রমেল।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে কৃষক সিদ্দিক মন্ডলের আড়াই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের অপর একটি ইউনিট। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের তত্বাবধানে কৃষকের ধান কাটা কার্যক্রমের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসীম। এসময় উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগ নেতা রতন, শাকিল, সাগর, কৌশিক, জিম, মিনারুল, সাব্বির, সোহান, নাছিম, সজীব, হৃদয় প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পৃথকস্থনে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

আপলোড টাইম : ০৭:২০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
বাম্পার ফলন হলেও অর্থ ও শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। তাই কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গায় পৃথক স্থানে কৃষকের ধান কেটে সহায়তা করেছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের জাফরপুর গ্রামের অসহায় কৃষক জাহাঙ্গীরের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়। এতে অংশ নেয় ছাত্রলীগ নেতা আরফিন সজীব, ফারহান রাব্বি, সালেকিন, সাইফুল, লিখন, রাইসুল, সাব্বির, একাব, তৌকির, এনামুল, শাওন, আশিক, অনিক, আল-মামুন, প্রিন্স, রাব্বি ছোট, মাসুম, আলামিন, নুহান, আসিফ, জাহিদ, রাকিব ও রমেল।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে কৃষক সিদ্দিক মন্ডলের আড়াই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের অপর একটি ইউনিট। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের তত্বাবধানে কৃষকের ধান কাটা কার্যক্রমের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসীম। এসময় উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগ নেতা রতন, শাকিল, সাগর, কৌশিক, জিম, মিনারুল, সাব্বির, সোহান, নাছিম, সজীব, হৃদয় প্রমুখ।