ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে ইমরান হোসেন লেবু (৩৩) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি কোপে লেবু রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা জখম লেবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইমরান হোসেন লেবু পৌর শহরের ঈদগাহপাড়ার মৃত শফিউদ্দিনের ছেলে। এদিকে, দুপুরেই ঘটনার খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান সদর হাপসাতালে পৌঁছান। এসময় তিনি ভুক্তভোগী লেবুর মুখ থেকে ঘটনা সম্পর্কে শোনেন।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী লেবু বলেন, ‘দুপুর একটার দিকে একাডেমি মোড়ে আমি একা দাঁড়িয়ে ছিলাম। এসময় আকাশ, রামীম, দিপু, আরাফাত ও রিগানসহ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে আমার সামনে এসে দাঁড়ায়। যাদের সবার নাম আমি জানি না। এসময় আমি কিছু বুঝার আগেই তারা চাপাতি ও রাম দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’ পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমরান হোসেন লেবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে লেবুর জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। দুপুরেই পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘একাডেমি মোড়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে ইমরান হোসেন লেবু নামের এক যুবক গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আল আমিন নামের এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ইমরান হোসেন লেবুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৪:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে ইমরান হোসেন লেবু (৩৩) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি কোপে লেবু রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা জখম লেবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইমরান হোসেন লেবু পৌর শহরের ঈদগাহপাড়ার মৃত শফিউদ্দিনের ছেলে। এদিকে, দুপুরেই ঘটনার খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান সদর হাপসাতালে পৌঁছান। এসময় তিনি ভুক্তভোগী লেবুর মুখ থেকে ঘটনা সম্পর্কে শোনেন।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী লেবু বলেন, ‘দুপুর একটার দিকে একাডেমি মোড়ে আমি একা দাঁড়িয়ে ছিলাম। এসময় আকাশ, রামীম, দিপু, আরাফাত ও রিগানসহ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে আমার সামনে এসে দাঁড়ায়। যাদের সবার নাম আমি জানি না। এসময় আমি কিছু বুঝার আগেই তারা চাপাতি ও রাম দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’ পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমরান হোসেন লেবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে লেবুর জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। দুপুরেই পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘একাডেমি মোড়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে ইমরান হোসেন লেবু নামের এক যুবক গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আল আমিন নামের এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ইমরান হোসেন লেবুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।’