ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে আটক ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তাঁড়িসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নবীননগর ও পৌর এলাকার তালতলা পুরাতন মসজিদপাড়া থেকে তাদের আটক করা হয়। ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পুরাতন মসজিদপাড়ার হাইবাদের ছেলে শাহাবুল ইসলাম (২৬) ও একই এলাকার বিশু কর্মকারের ছেলে শ্রী নিপুল কর্মকার (৩০) এবং তাঁড়িসহ আটক আনার ওরফে আনারুল (৪৭) জীবননগর উপজেলার আশানন্দপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ জানতে পারে সদর উপজেলার নবীননগর গ্রামের একটি কাঁঠাল বাগানের মধ্যে এক ব্যাক্তি তাঁড়ি নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিন্দুরিয়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই কাঁঠাল বাগানে অভিযান পরিচালনা করে। এসময় ২০লিটার তাঁড়িসহ আনারুলকে আটক করে।

অপরদিকে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পুরাতন মসজিদপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ী শাহাবুল ইসলাম ও শ্রী নিপুল কর্মকারকে আটক করা হয়। এসময় তদের দুজনের শরীর তল্লাশী করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গতকালই পুলিশ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা করেছে।  আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে আটক ৩

আপলোড টাইম : ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তাঁড়িসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নবীননগর ও পৌর এলাকার তালতলা পুরাতন মসজিদপাড়া থেকে তাদের আটক করা হয়। ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পুরাতন মসজিদপাড়ার হাইবাদের ছেলে শাহাবুল ইসলাম (২৬) ও একই এলাকার বিশু কর্মকারের ছেলে শ্রী নিপুল কর্মকার (৩০) এবং তাঁড়িসহ আটক আনার ওরফে আনারুল (৪৭) জীবননগর উপজেলার আশানন্দপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ জানতে পারে সদর উপজেলার নবীননগর গ্রামের একটি কাঁঠাল বাগানের মধ্যে এক ব্যাক্তি তাঁড়ি নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিন্দুরিয়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই কাঁঠাল বাগানে অভিযান পরিচালনা করে। এসময় ২০লিটার তাঁড়িসহ আনারুলকে আটক করে।

অপরদিকে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পুরাতন মসজিদপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই মাদক ব্যবসায়ী শাহাবুল ইসলাম ও শ্রী নিপুল কর্মকারকে আটক করা হয়। এসময় তদের দুজনের শরীর তল্লাশী করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গতকালই পুলিশ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা করেছে।  আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।