ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পাখিভ্যান চোর চক্রের মূলহোতা জাহাঙ্গীর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পাখিভ্যান চোর চক্রের মূলহোতা জাহাঙ্গীর হোসেনকে (৪৩) আটক করেছে সদর থানার পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পাখিভ্যানসহ চারটি পাখিভ্যানের বডি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতভাই পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর হোসেন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের নিয়ামত আলী সর্দারের ছেলে।
পুলিশ জানায়, পৌর এলাকার সাতভাই পুকুরপাড়া থেকে একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদে আটক জাহাঙ্গীর একাধিক পাখিভ্যান চুরির কথা স্বীকার করে। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বাইসাইকেল, ৪টি পাখিভ্যান ও ৪টি ভ্যানের বডি উদ্ধার করে পুলিশ। পুলিশ আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে গতকালই সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পাখিভ্যান চোর চক্রের মূলহোতা জাহাঙ্গীর আটক

আপলোড টাইম : ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পাখিভ্যান চোর চক্রের মূলহোতা জাহাঙ্গীর হোসেনকে (৪৩) আটক করেছে সদর থানার পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পাখিভ্যানসহ চারটি পাখিভ্যানের বডি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতভাই পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর হোসেন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের নিয়ামত আলী সর্দারের ছেলে।
পুলিশ জানায়, পৌর এলাকার সাতভাই পুকুরপাড়া থেকে একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদে আটক জাহাঙ্গীর একাধিক পাখিভ্যান চুরির কথা স্বীকার করে। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বাইসাইকেল, ৪টি পাখিভ্যান ও ৪টি ভ্যানের বডি উদ্ধার করে পুলিশ। পুলিশ আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে গতকালই সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।