ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় নতুন কারিকুলামে শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপূণ্য’ অ্যাপ ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা একাডেমি ও মালিক আব্দুল (এম এ) বারী মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘নৈপূণ্য’ অ্যাপস-এর সার্বিক বিষয়ের খুঁটিনাটি সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এম এ আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
প্রধান অতিথি ‘অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাক্রম’ বাস্তবায়নে শিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপসহ এ ধরনের ইনহাউজ ট্রেনিং আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন ও শিখন অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস ও মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রাশিদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন নৈপূণ্য অ্যাপস ব্যবহার করে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের সামষ্টিক ও গঠনকালীন মূল্যায়নের বিভিন্ন ধাপ নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন। প্রশিক্ষণ শেষে বিশেষ অতিথি সোহেল আহমেদ অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের সাথে তাঁদের অর্জিত ধারণা ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নতুন কারিকুলামে শিক্ষার্থী মূল্যায়নে ‘নৈপূণ্য’ অ্যাপ ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ

আপলোড টাইম : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা একাডেমি ও মালিক আব্দুল (এম এ) বারী মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘নৈপূণ্য’ অ্যাপস-এর সার্বিক বিষয়ের খুঁটিনাটি সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এম এ আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
প্রধান অতিথি ‘অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাক্রম’ বাস্তবায়নে শিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপসহ এ ধরনের ইনহাউজ ট্রেনিং আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন ও শিখন অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস ও মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রাশিদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন নৈপূণ্য অ্যাপস ব্যবহার করে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের সামষ্টিক ও গঠনকালীন মূল্যায়নের বিভিন্ন ধাপ নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন। প্রশিক্ষণ শেষে বিশেষ অতিথি সোহেল আহমেদ অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের সাথে তাঁদের অর্জিত ধারণা ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।