ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন স্বামী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন স্বামী রমজান আলী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডে বিসমিল্লাহ ফুসকা হাউজে এ ঘটনা ঘটে।

স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে তাঁরা একসাথে সংসার করছেন। সংসার জীবনে তাঁদের দুটি সন্তান আছে। এর মধ্যে বড় ছেলে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে ৭ম শ্রেণিতে লেখাপড়া করছে। ছোট ছেলেকে করোনার কারণে এখনো স্কুলে ভর্তি করানো হয়নি। স্বামীর জুয়া খেলার নেশায় তাঁর সংসারটা এখন টালমাটাল অবস্থায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, তাঁর স্বামী চুয়াডাঙ্গা কবরী রোডে ফুসকা হাউজের ব্যবসা করেন। দিন শেষে তাঁর আয়-রোজগার মোটামুটি ভালোই হয়। কিন্তু বাড়ি গেলে তাঁর টাকা থাকে না। বিভিন্ন অজুহাতে টাকা খরচ হয়ে গেছে বলে জানান তিনি। এই সমস্যা এখন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। তাঁর এই জুয়া খেলার কারণে সংসারের খরচসহ ছেলেদের পড়া-লেখার খরচ নিয়ে প্রতিনিদিনই তাঁর সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না। আজও সংসার খরচের টাকা চাইলে দু-এক কথায় দোকানের মধ্যেই তাঁকে মারধর করেন তাঁর স্বামী। এসময় তাঁর স্ত্রীকে মারধরসহ খুন করে জেলে যাওয়ারও হুমকি দেখান স্বামী রমজান আলী।

স্ত্রী রহিমা বেগম আরও বলেন, বিয়ের পর তাঁরা ফরিদপুরে থাকতেন। সেখানে রাতে তাঁর স্বামী  বাড়ি থাকতেন না। সারা রাত বাইরে বাইরে তাস দিয়ে জুয়া খেলতেন। এ ঘটনার একের পর এক প্রতিবাদ করায় তাস দিয়ে জুয়া খেলাটা তাঁর বন্ধ হয়েছে। বর্তমানে মোবাইলে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলে লাখ লাখ টাকা হারিয়ে ফেলছেন তিনি। এতে সংসার জীবন নিয়ে অনেক বিপাকে পড়ছেন তিনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সমাজের প্রত্যেকের এ ব্যাপার সচেতন হতে হব। কোথায় কোথায় এ ধরণের জুয়ার আসর বসে, সে বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিষয়েও তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন স্বামী

আপলোড টাইম : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন স্বামী রমজান আলী। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডে বিসমিল্লাহ ফুসকা হাউজে এ ঘটনা ঘটে।

স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে তাঁরা একসাথে সংসার করছেন। সংসার জীবনে তাঁদের দুটি সন্তান আছে। এর মধ্যে বড় ছেলে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ে ৭ম শ্রেণিতে লেখাপড়া করছে। ছোট ছেলেকে করোনার কারণে এখনো স্কুলে ভর্তি করানো হয়নি। স্বামীর জুয়া খেলার নেশায় তাঁর সংসারটা এখন টালমাটাল অবস্থায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, তাঁর স্বামী চুয়াডাঙ্গা কবরী রোডে ফুসকা হাউজের ব্যবসা করেন। দিন শেষে তাঁর আয়-রোজগার মোটামুটি ভালোই হয়। কিন্তু বাড়ি গেলে তাঁর টাকা থাকে না। বিভিন্ন অজুহাতে টাকা খরচ হয়ে গেছে বলে জানান তিনি। এই সমস্যা এখন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। তাঁর এই জুয়া খেলার কারণে সংসারের খরচসহ ছেলেদের পড়া-লেখার খরচ নিয়ে প্রতিনিদিনই তাঁর সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না। আজও সংসার খরচের টাকা চাইলে দু-এক কথায় দোকানের মধ্যেই তাঁকে মারধর করেন তাঁর স্বামী। এসময় তাঁর স্ত্রীকে মারধরসহ খুন করে জেলে যাওয়ারও হুমকি দেখান স্বামী রমজান আলী।

স্ত্রী রহিমা বেগম আরও বলেন, বিয়ের পর তাঁরা ফরিদপুরে থাকতেন। সেখানে রাতে তাঁর স্বামী  বাড়ি থাকতেন না। সারা রাত বাইরে বাইরে তাস দিয়ে জুয়া খেলতেন। এ ঘটনার একের পর এক প্রতিবাদ করায় তাস দিয়ে জুয়া খেলাটা তাঁর বন্ধ হয়েছে। বর্তমানে মোবাইলে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলে লাখ লাখ টাকা হারিয়ে ফেলছেন তিনি। এতে সংসার জীবন নিয়ে অনেক বিপাকে পড়ছেন তিনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সমাজের প্রত্যেকের এ ব্যাপার সচেতন হতে হব। কোথায় কোথায় এ ধরণের জুয়ার আসর বসে, সে বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিষয়েও তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।