ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার মিজানুর রহমানের ছেলে রায়হান (২৫), পৌর এলাকার বুজরুক গড়গড়ি দশমীপাড়ার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (২১) ও একই এলাকার ছামসুল হকের ছেলে সজীব হাসান (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসের ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বুজরুক গড়গড়ি ময়নাকুড়ির মাঠে রাজিবের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ রায়হানকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে রায়হানকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়া কবরস্থানের পেছন থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবিউল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ শ টাকা জরিমানা করা হয়।

এদিকে বেলা দেড়টার দিকে বুজরুক গড়গড়ি ময়নাকুড়ি মাঠে জহিরের মেহগনি বাগানের ভেতর থেকে ১৭৫ গ্রাম গাঁজাসহ সজীব হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সজীবকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৭:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার মিজানুর রহমানের ছেলে রায়হান (২৫), পৌর এলাকার বুজরুক গড়গড়ি দশমীপাড়ার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (২১) ও একই এলাকার ছামসুল হকের ছেলে সজীব হাসান (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসের ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বুজরুক গড়গড়ি ময়নাকুড়ির মাঠে রাজিবের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ রায়হানকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে রায়হানকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়া কবরস্থানের পেছন থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবিউল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ শ টাকা জরিমানা করা হয়।

এদিকে বেলা দেড়টার দিকে বুজরুক গড়গড়ি ময়নাকুড়ি মাঠে জহিরের মেহগনি বাগানের ভেতর থেকে ১৭৫ গ্রাম গাঁজাসহ সজীব হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সজীবকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।