ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় এমপিএল ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় এমপিএল ক্রিকেট লিগ সিক্স সিজন-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় শহরের রাহেলা খাতুন গালর্স একাডেমি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। দিনব্যাপী ৬টি দলের মধ্যে টি-টেন ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সকল দলকে টপকে ফাইনালে উন্নীত হয় এ্যাভেঞ্জার ও ফাইটার্স একাদশ। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের ফাইনালে এ্যাভেঞ্জার ২৫ রানে ফাইটার্স একাদশকে হারিয়ে সিজন-৬ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাহেলা খাতুন গালর্স একাডেমির সভাপতি রফিকুল হাসান বিট্টু। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাবেক সভাপতি ফজলে রাব্বী মুন্সী ফিট্টু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইসলাম রকিব, টুর্নামেন্টের পরিচালক হানিফ আলী ও রিপন মালিক।

ক্রিকেটার সবুজের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকিবুল হাসান রাকু, বাপ্পী, ৬টি দলের অধিনায়ক আশিক, নাসিম, হিমেল, আবু, সাব্বির ও স্বাধীন। চুয়াডাঙ্গা মাস্টারপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সিজন-৬ এ অংশগ্রহণকারী দলগুলো হলো মাস্টারপাড়া চ্যালেঞ্জার, ফাইটার্স, এ্যাভেঞ্জার, সুপার স্টার, মন্সস্টার ও ঠ্যান্ডার্স। ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনায়ক আশিক। উল্লেখ্য বিগত ছয় বছর ধরে মাস্টার পাড়া যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজক হানিফ আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় এমপিএল ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপলোড টাইম : ০৪:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় এমপিএল ক্রিকেট লিগ সিক্স সিজন-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় শহরের রাহেলা খাতুন গালর্স একাডেমি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। দিনব্যাপী ৬টি দলের মধ্যে টি-টেন ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সকল দলকে টপকে ফাইনালে উন্নীত হয় এ্যাভেঞ্জার ও ফাইটার্স একাদশ। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের ফাইনালে এ্যাভেঞ্জার ২৫ রানে ফাইটার্স একাদশকে হারিয়ে সিজন-৬ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাহেলা খাতুন গালর্স একাডেমির সভাপতি রফিকুল হাসান বিট্টু। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাবেক সভাপতি ফজলে রাব্বী মুন্সী ফিট্টু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইসলাম রকিব, টুর্নামেন্টের পরিচালক হানিফ আলী ও রিপন মালিক।

ক্রিকেটার সবুজের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকিবুল হাসান রাকু, বাপ্পী, ৬টি দলের অধিনায়ক আশিক, নাসিম, হিমেল, আবু, সাব্বির ও স্বাধীন। চুয়াডাঙ্গা মাস্টারপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সিজন-৬ এ অংশগ্রহণকারী দলগুলো হলো মাস্টারপাড়া চ্যালেঞ্জার, ফাইটার্স, এ্যাভেঞ্জার, সুপার স্টার, মন্সস্টার ও ঠ্যান্ডার্স। ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনায়ক আশিক। উল্লেখ্য বিগত ছয় বছর ধরে মাস্টার পাড়া যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজক হানিফ আলী।