ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় উদ্যোক্তাদের উই হাট উদ্বোধন অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণে দুদিনের জন্য শুরু হয়েছে উদ্যোক্তাদের উই হাট। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উই হাটের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উইম্যান অ্যান্ড ই-কমার্সের আয়োজনে উদ্যোক্তাদের এই হাট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং চুয়াডাঙ্গা সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক প্রকৌশলী আইনুল হুদা চৌধুরী।

উই হাটের অংশ গ্রহণকারী শহরের পলাশপাড়ার জাহানারা যুব উন্নয়ন সংস্থার সত্ত্বাধিকারী জাহানারা টগর বলেন, এই হাটে ৮টি স্টলের মাধ্যমে হাতের কাজে তৈরি পোশাক ও অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি।

উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, এই হাটে হাতে তৈরি পাঞ্জাবী, থ্রিপিস, শাড়ী, পাটের তৈরি বিভিন্ন ধরনের পণ্য ছাড়াও আচার ও বিভিন্ন অর্গানিক পদ্ধতিতে তৈরি খাদ্য বিক্রি হচ্ছে। এই হাটের মাধ্যমে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামীতে এটা বড় পরিসরে করা হবে, যাতে এখান থেকে ক্রেতারা তাদের পছন্দের পণ্য সাশ্রয় মূল্যে কিনতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় উদ্যোক্তাদের উই হাট উদ্বোধন অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৭:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণে দুদিনের জন্য শুরু হয়েছে উদ্যোক্তাদের উই হাট। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উই হাটের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উইম্যান অ্যান্ড ই-কমার্সের আয়োজনে উদ্যোক্তাদের এই হাট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং চুয়াডাঙ্গা সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক প্রকৌশলী আইনুল হুদা চৌধুরী।

উই হাটের অংশ গ্রহণকারী শহরের পলাশপাড়ার জাহানারা যুব উন্নয়ন সংস্থার সত্ত্বাধিকারী জাহানারা টগর বলেন, এই হাটে ৮টি স্টলের মাধ্যমে হাতের কাজে তৈরি পোশাক ও অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি।

উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, এই হাটে হাতে তৈরি পাঞ্জাবী, থ্রিপিস, শাড়ী, পাটের তৈরি বিভিন্ন ধরনের পণ্য ছাড়াও আচার ও বিভিন্ন অর্গানিক পদ্ধতিতে তৈরি খাদ্য বিক্রি হচ্ছে। এই হাটের মাধ্যমে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামীতে এটা বড় পরিসরে করা হবে, যাতে এখান থেকে ক্রেতারা তাদের পছন্দের পণ্য সাশ্রয় মূল্যে কিনতে পারে।