ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ-সামগ্রী বিতরণকালে এমপি টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • / ৫৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরী ও দর্শনা রেলগেইট আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ঈদ-সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের বাসিন্দাদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার বেগমপুর, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে বেগমপুর ইউনিয়নের ঝাঁঝরী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন স্কুলমাঠে প্রধান অতিথি হিসেবে এই ঈদ-সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, কেরু অ্যান্ড কোম্পানির সাবেক এডিএম শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, সাবেক ভিপি জামাল উদ্দিন, আওয়ামী নেতা আব্বাস মেম্বার, কুদ্দুস আলী, রিপন হোসেনসহ স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য পাকিস্তানি শাসকদের চক্ষুশুলের শিকার হয়ে জেল-জুমুল সহ্য করেছেন। বাংলার মানুষকে স্বাধীন করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘাতক জিয়া থেকে শুরু করে যত সরকার এই দেশ শাসন করেছে, কেউ বাংলার ছিন্নমূল অসহায় মানুষের কথা ভাবেনি। ছিন্নমূল ও অসহায় মানুষের কথা ভেবে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকার। গৃহহীন মানুষকে তিনি মাথা গোজার ঠাই দিয়েছেন, ভূমিহীদের দিয়েছেন জমি। এটা বিশ্বের বুকে একমাত্র শেখ হাসিনাই বাস্তবায়ন করেছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার জন্য আগুন সন্ত্রাস করে মানুষের জীবন নিয়ে খেলা করেছে। দেশ বিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। এদের প্রতিহত করার জন্য ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে।’

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেইট আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহের ১৩৮টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেইট আশ্রয়ণে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজি আলী আজগার টগর নিজ উদ্যোগে এসব বিতরণ করেন।

এসময় এমপি টগর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব শ্রেণির মানুষের কথা ভাবেন। যাদের কোনো সহায়-সম্বল নেই, জায়গা-জমি নেই, ভিটে-মাটি কিছু নেই, তাদেরকে জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এখন এই দামুড়হুদা উপজেলায় কোনো গৃহহীন নেই। এসব শুধু জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই সম্ভব।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও দর্শনা পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান হাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সদস্য রিকাত আলী প্রমুখ। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১টি লুঙ্গি ও ১টি শাড়ি।

এদিকে, গতকাল সন্ধ্যায় দর্শনা রেলবাজারে অবস্থিত নিজ বাসভবনে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এমপি আলী আজগার টগর। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহের রবিউল ইসলাম ওরফে রবি বিশ্বাস, কেডিকের খায়রুল বাসার শিবলু, মনোহরপুরের সোহরাব হোসেন খান ওরফে সুরোদ্দিন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপু, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হাকিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ-সামগ্রী বিতরণকালে এমপি টগর

আপলোড টাইম : ০৪:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঁঝরী ও দর্শনা রেলগেইট আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ঈদ-সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের বাসিন্দাদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার বেগমপুর, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে বেগমপুর ইউনিয়নের ঝাঁঝরী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন স্কুলমাঠে প্রধান অতিথি হিসেবে এই ঈদ-সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, কেরু অ্যান্ড কোম্পানির সাবেক এডিএম শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, সাবেক ভিপি জামাল উদ্দিন, আওয়ামী নেতা আব্বাস মেম্বার, কুদ্দুস আলী, রিপন হোসেনসহ স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য পাকিস্তানি শাসকদের চক্ষুশুলের শিকার হয়ে জেল-জুমুল সহ্য করেছেন। বাংলার মানুষকে স্বাধীন করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘাতক জিয়া থেকে শুরু করে যত সরকার এই দেশ শাসন করেছে, কেউ বাংলার ছিন্নমূল অসহায় মানুষের কথা ভাবেনি। ছিন্নমূল ও অসহায় মানুষের কথা ভেবে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করছে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামী লীগ সরকার। গৃহহীন মানুষকে তিনি মাথা গোজার ঠাই দিয়েছেন, ভূমিহীদের দিয়েছেন জমি। এটা বিশ্বের বুকে একমাত্র শেখ হাসিনাই বাস্তবায়ন করেছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার জন্য আগুন সন্ত্রাস করে মানুষের জীবন নিয়ে খেলা করেছে। দেশ বিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। এদের প্রতিহত করার জন্য ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে।’

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেইট আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত গৃহের ১৩৮টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাউলী ইউনিয়নের দর্শনা রেলগেইট আশ্রয়ণে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজি আলী আজগার টগর নিজ উদ্যোগে এসব বিতরণ করেন।

এসময় এমপি টগর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব শ্রেণির মানুষের কথা ভাবেন। যাদের কোনো সহায়-সম্বল নেই, জায়গা-জমি নেই, ভিটে-মাটি কিছু নেই, তাদেরকে জমি দিয়েছেন, ঘর দিয়েছেন। তাদের মুখে হাসি ফুটিয়েছেন। এখন এই দামুড়হুদা উপজেলায় কোনো গৃহহীন নেই। এসব শুধু জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই সম্ভব।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও দর্শনা পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান আতিয়ার রহমান হাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সদস্য রিকাত আলী প্রমুখ। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১টি লুঙ্গি ও ১টি শাড়ি।

এদিকে, গতকাল সন্ধ্যায় দর্শনা রেলবাজারে অবস্থিত নিজ বাসভবনে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এমপি আলী আজগার টগর। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহের রবিউল ইসলাম ওরফে রবি বিশ্বাস, কেডিকের খায়রুল বাসার শিবলু, মনোহরপুরের সোহরাব হোসেন খান ওরফে সুরোদ্দিন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিপু, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হাকিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দরা।