ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ, আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শহরের রেলবাজার ফাজিল মাদ্রাসায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা খালিদ সাইফুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হাশেম ও আরবি প্রভাষক হাবিবা খাতুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আর পিছিয়ে নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শী নেতৃত্বে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন যুগোপযোগী করেছেন। তাই আজ জেনারেল শিক্ষা ব্যবস্থার মতোই সমগুরত্ব পাচ্ছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা। তাই এ শিক্ষাব্যবস্থাকে আর ছোট করে দেখার সুযোগ নেই।

নবীন শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যেককে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। একই সাথে তাদেরকে আশির্বাদ করেন এবং মোবাইল সংস্কৃতি থেকে দূরে সরে এসে নিয়মিত ক্লাস করতে আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:১৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ, আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শহরের রেলবাজার ফাজিল মাদ্রাসায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা খালিদ সাইফুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হাশেম ও আরবি প্রভাষক হাবিবা খাতুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আর পিছিয়ে নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শী নেতৃত্বে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন যুগোপযোগী করেছেন। তাই আজ জেনারেল শিক্ষা ব্যবস্থার মতোই সমগুরত্ব পাচ্ছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা। তাই এ শিক্ষাব্যবস্থাকে আর ছোট করে দেখার সুযোগ নেই।

নবীন শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যেককে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। একই সাথে তাদেরকে আশির্বাদ করেন এবং মোবাইল সংস্কৃতি থেকে দূরে সরে এসে নিয়মিত ক্লাস করতে আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।