ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় ইজিবাইক চালক উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় জমির উদ্দিন (৪৫) নামের এক ইজিবাইক চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের মসজিদ সংলগ্ন তেঁতুল গাছের নিকট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জমির উদ্দিন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ার হারান উদ্দিনের ছেলে। তিনি ৩ কন্যা সন্তানের জনক।

জানা গেছে, সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের মসজিদ সংলগ্ন তেঁতুল গাছের নিকট জমির উদ্দিনকে অচেতন অবস্থায় দেখেন স্থানীয় শ্রমিকেরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবইদা জামান (জয়া) বিষপানের লক্ষণ পেয়ে জমিরের পাকস্থলী ওয়াশ করে সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসক জোবইদা জামান (জয়া) বলেন, অচেতন অবস্থায় জমিরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখ দিয়ে ফেনা বেরানো দেখে বিষপানের বিষয়টি বুঝতে পারি। পরে তার পাকস্থলী ওয়াশ করে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে অবজারভেশনে রেখেছি। তবে রোগীটির অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারী রাজমিস্ত্রী রবিন বলেন, ‘আমরা দুপুরের খাবার শেষে পুনরায় কাজ শুরু করার আগে সদর উপজেলার ভেতরে মসজিদ সংলগ্ন তেঁতুল গাছের কাছে তাকে পড়ে থাকতে দেখি। তার মুখ দিয়ে ফেনা উঠছিল। পরে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।’

ইজিবাইক চালক জমিরের স্ত্রী ময়না খাতুন বলেন, সকাল বেলা ব্যক্তিগত সবুজ রঙের ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে রওনা দেন জমির। তারপর আর তার সাথে কথা হয়নি। মোবাইল ফোনে জানতে পারি অচেতন অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সাথে থাকা ইজিবাইকটির খোঁজ পাওয়া যায়নি। ধারণা করছি, তাকে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তারা থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা যায়, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েচিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় ইজিবাইক চালক উদ্ধার

আপলোড টাইম : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় জমির উদ্দিন (৪৫) নামের এক ইজিবাইক চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের মসজিদ সংলগ্ন তেঁতুল গাছের নিকট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জমির উদ্দিন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হুদাপাড়ার হারান উদ্দিনের ছেলে। তিনি ৩ কন্যা সন্তানের জনক।

জানা গেছে, সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের মসজিদ সংলগ্ন তেঁতুল গাছের নিকট জমির উদ্দিনকে অচেতন অবস্থায় দেখেন স্থানীয় শ্রমিকেরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবইদা জামান (জয়া) বিষপানের লক্ষণ পেয়ে জমিরের পাকস্থলী ওয়াশ করে সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসক জোবইদা জামান (জয়া) বলেন, অচেতন অবস্থায় জমিরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখ দিয়ে ফেনা বেরানো দেখে বিষপানের বিষয়টি বুঝতে পারি। পরে তার পাকস্থলী ওয়াশ করে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে অবজারভেশনে রেখেছি। তবে রোগীটির অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকারী রাজমিস্ত্রী রবিন বলেন, ‘আমরা দুপুরের খাবার শেষে পুনরায় কাজ শুরু করার আগে সদর উপজেলার ভেতরে মসজিদ সংলগ্ন তেঁতুল গাছের কাছে তাকে পড়ে থাকতে দেখি। তার মুখ দিয়ে ফেনা উঠছিল। পরে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।’

ইজিবাইক চালক জমিরের স্ত্রী ময়না খাতুন বলেন, সকাল বেলা ব্যক্তিগত সবুজ রঙের ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে রওনা দেন জমির। তারপর আর তার সাথে কথা হয়নি। মোবাইল ফোনে জানতে পারি অচেতন অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সাথে থাকা ইজিবাইকটির খোঁজ পাওয়া যায়নি। ধারণা করছি, তাকে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তারা থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা যায়, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েচিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।