ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে খুন হওয়া চুয়াডাঙ্গার সন্তান তন্ময়ের হত্যকারীর বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে বাবুর্চির ছুরিকাঘাতে নিহত চুয়াডাঙ্গার সন্তান এসএম মঈন উদ্দীন তন্ময়ের হত্যাকারীর বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নিহতের স্বজন, বন্ধু-পরিজনসহ স্থানীয় লোকজন। এসময় বক্তারা তন্ময়ের হত্যাকারী বাবুর্চির ফাঁসির দাবি জানান। পরে সেখান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধনকারীরা। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, হত্যার একমাত্র আসামী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার তদন্তকাজ চলছে। যেহেতু হত্যাকারী একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ, সেহেতু সে জামিন পেলে পালিয়ে যেতে পারে, এমনকি দেশত্যাগও করতে পারে। তাই দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীকে ফাঁসির আওতায় আনতে হবে।

তম্ময়ের চাচা সাংবাদিক অ্যাড. শরিফউদ্দীন হাসু বলেন, তম্ময় খুবই ভদ্র স্বভাবের ছেলে ছিলো। চট্টগ্রামে তাকে খুন করা হয়। আমরা হত্যাকারীর ফাঁসি চাই। জামিন পেলে আসামী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। সেজন্য তার জামিন না দিয়ে যেন দ্রুত বিচার করা হয়, সেটাই আমাদের দাবি।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানা এলাকায় বাবুর্চির হাতে খুন হন চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার কামাল উদ্দিন তারার ছেলে এস এম মঈনউদ্দিন তন্ময়। তিনি ‘তিলোত্তমা টাইলস’ নামে একটি প্রতিষ্ঠানের চট্টগ্রামের কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। খুনের অভিযোগে গ্রেপ্তার নিহার রিচিলের (৫১) বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলায়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত বাসায় বাবুর্চির কাজ করতেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চট্টগ্রামে খুন হওয়া চুয়াডাঙ্গার সন্তান তন্ময়ের হত্যকারীর বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

আপলোড টাইম : ০২:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে বাবুর্চির ছুরিকাঘাতে নিহত চুয়াডাঙ্গার সন্তান এসএম মঈন উদ্দীন তন্ময়ের হত্যাকারীর বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নিহতের স্বজন, বন্ধু-পরিজনসহ স্থানীয় লোকজন। এসময় বক্তারা তন্ময়ের হত্যাকারী বাবুর্চির ফাঁসির দাবি জানান। পরে সেখান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধনকারীরা। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, হত্যার একমাত্র আসামী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার তদন্তকাজ চলছে। যেহেতু হত্যাকারী একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ, সেহেতু সে জামিন পেলে পালিয়ে যেতে পারে, এমনকি দেশত্যাগও করতে পারে। তাই দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীকে ফাঁসির আওতায় আনতে হবে।

তম্ময়ের চাচা সাংবাদিক অ্যাড. শরিফউদ্দীন হাসু বলেন, তম্ময় খুবই ভদ্র স্বভাবের ছেলে ছিলো। চট্টগ্রামে তাকে খুন করা হয়। আমরা হত্যাকারীর ফাঁসি চাই। জামিন পেলে আসামী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। সেজন্য তার জামিন না দিয়ে যেন দ্রুত বিচার করা হয়, সেটাই আমাদের দাবি।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানা এলাকায় বাবুর্চির হাতে খুন হন চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার কামাল উদ্দিন তারার ছেলে এস এম মঈনউদ্দিন তন্ময়। তিনি ‘তিলোত্তমা টাইলস’ নামে একটি প্রতিষ্ঠানের চট্টগ্রামের কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। খুনের অভিযোগে গ্রেপ্তার নিহার রিচিলের (৫১) বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলায়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত বাসায় বাবুর্চির কাজ করতেন।