ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

গড়াইটুপিতে স্কুলছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এমপি আলী আজগর টগর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ৪২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোলে গরীব অসহায়দের জন্য সরকারি অর্থায়নে নির্মিত ৮টি ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শনে আসেন। একই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ও সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন দরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, শেখ হাসিনা সরকার বাংলদেশকে প্রতি মুহূর্তে উন্নয়নের চূড়ায় পৌঁছানোর পিছনে কাজ করে চলেছে এবং তা সফলের পথে। বর্তমান দেশে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতিসহ সকল ক্ষেত্র আলোকিত করার পিছনে এই সরকারই পারে, অন্যরা তা কোনো দিনই করতে পারে না। তিনি আরও বলেন, কোনো কুচক্রিমহল আওয়ামী লীগ সরকারকে দমাতে পারবে না। দেশের মানুষ দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার চায় না। বক্তব্য শেষে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের ১৭টি ও সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ১২টি সাইকেল তুলে দেন এমপি টগর।

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ইউএনও) শামীম ভূঁইয়া, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাবেক সভাপতি বসন্ত কর্মকার, আশাদুল হক রোকন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবুল কাশেম, ওয়াজেদ আলীসহ গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সার্বিক পরিচালনায় বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খালেকুজ্জামান মাস্টার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গড়াইটুপিতে স্কুলছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এমপি আলী আজগর টগর

আপলোড টাইম : ০৭:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোলে গরীব অসহায়দের জন্য সরকারি অর্থায়নে নির্মিত ৮টি ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শনে আসেন। একই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ও সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন দরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, শেখ হাসিনা সরকার বাংলদেশকে প্রতি মুহূর্তে উন্নয়নের চূড়ায় পৌঁছানোর পিছনে কাজ করে চলেছে এবং তা সফলের পথে। বর্তমান দেশে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতিসহ সকল ক্ষেত্র আলোকিত করার পিছনে এই সরকারই পারে, অন্যরা তা কোনো দিনই করতে পারে না। তিনি আরও বলেন, কোনো কুচক্রিমহল আওয়ামী লীগ সরকারকে দমাতে পারবে না। দেশের মানুষ দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার চায় না। বক্তব্য শেষে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের ১৭টি ও সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ১২টি সাইকেল তুলে দেন এমপি টগর।

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ইউএনও) শামীম ভূঁইয়া, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাবেক সভাপতি বসন্ত কর্মকার, আশাদুল হক রোকন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবুল কাশেম, ওয়াজেদ আলীসহ গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সার্বিক পরিচালনায় বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি খালেকুজ্জামান মাস্টার।