ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

গড়াইটুপিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে দুই স্কুলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কানের কাছে উচ্চশব্দে বাঁশি বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরে তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার ওই খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলায় ১০টি স্কুল অংশগ্রহণ করছে বলেও জানা গেছে। দুপুরে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় বনাম আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে পরাজিত খেলোয়াড়দের অপমানের উদ্দেশ্য বিভিন্নভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে বিজয়ী খেলোয়াড়রা। একপর্যায়ে আরাফাত হোসেন নামের তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কানের কাছে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জৈনক শিক্ষার্থী বিকট শব্দে বাঁশি বাজালে সে সহ্য না করতে পেরে তাকে ধাক্কা মারলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। পরে ধাপে ধাপে মারামারি শুরু হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনায় শাহরিয়ার, আরাফাত, আলামিন ও হাসিব নামের কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী, খেলা পরিচালনা কমিটিসহ দুটি বিদ্যালয়ের শিক্ষক নিয়ে একটি সমন্বয় মিটিং করে বিষয়টি মীমাংসা করেন বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গড়াইটুপিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজনা

আপলোড টাইম : ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে দুই স্কুলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কানের কাছে উচ্চশব্দে বাঁশি বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরে তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার ওই খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলায় ১০টি স্কুল অংশগ্রহণ করছে বলেও জানা গেছে। দুপুরে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় বনাম আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে পরাজিত খেলোয়াড়দের অপমানের উদ্দেশ্য বিভিন্নভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে বিজয়ী খেলোয়াড়রা। একপর্যায়ে আরাফাত হোসেন নামের তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কানের কাছে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের জৈনক শিক্ষার্থী বিকট শব্দে বাঁশি বাজালে সে সহ্য না করতে পেরে তাকে ধাক্কা মারলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। পরে ধাপে ধাপে মারামারি শুরু হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনায় শাহরিয়ার, আরাফাত, আলামিন ও হাসিব নামের কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী, খেলা পরিচালনা কমিটিসহ দুটি বিদ্যালয়ের শিক্ষক নিয়ে একটি সমন্বয় মিটিং করে বিষয়টি মীমাংসা করেন বলে জানা গেছে।