ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

গাংনীর সাহারবাটি ইউনিয়নে নৌকার প্রার্থী ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ৫০ বার পড়া হয়েছে

মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী মো. মশিউর রহমান ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকরীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নৌকার মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান। স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম ও তাঁর কর্মী-সমর্থক কর্তৃক হামলার অভিযোগ করেন। এসময় নৌকার পক্ষের দুইজন কর্মী আহত হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি বরেন মো. মশিউর রহমান। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে জেলার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া বাজারের নৌকার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মশিউর রহমান বলেন, গতকাল সোমবার সন্ধ্যার পর সাহারবাটি ইউনিয়নের ভ্রমরদহ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বিল পাড়া নামক স্থানে নৌকার ভোট চাইতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল মার্কা) রাকিবুল ইসলাম টুটুলের লোকজন আমাদের প্রচরণায় বাধা সৃষ্টি করেন। এসময় আমাদের কর্মীদের বিরুদ্ধে রাকিবুল ইসলামের লোকজন উস্কনিমূলক কথাবার্তা বলে এবং আমাদের ওপর হামলা করে। উক্ত হামলায় উপজেলা ছাত্রলীগের দুই কর্মি রাকিবুল ও মুন্না আহত হয়। এসময় একটি হিরো হাংন্ক মোটরসাইকেল ভাঙচুর করে।
মো. মশিউর রহমান আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠনের পর দেশের চেহারা আজ বদলে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনীত করেন। আজ আমার নির্বাচনী প্রচার-প্রচারণার সময় বিএনপি-জামায়াতের মদদ পুষ্ট স্বতন্ত্র প্রার্থী আমার নৌকার সর্মথকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীর ওপর হামলা চালায়। আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে যদি হামলার শিকার হতে হয় তাহলে আমি ভোট বর্জন করতে বাধ্য হবো। কারণ এই জামায়াত-বিএনপির কারণে আমার পিতা সাবেক সাহারবাটি ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান বজলুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। সেই একই কায়দাতে গোপনে আমাকেও হত্যার ষড়যন্ত্র করছে তারা। তাই প্রশাসনের কাছে আমরা মিনতি করছি এই সকল সন্ত্রাসীদের দ্রত গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা প্রমুখ। গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান বলেন, এবিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ করার জন্য লোকজন এসেছে। লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীর সাহারবাটি ইউনিয়নে নৌকার প্রার্থী ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী মো. মশিউর রহমান ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকরীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নৌকার মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান। স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম ও তাঁর কর্মী-সমর্থক কর্তৃক হামলার অভিযোগ করেন। এসময় নৌকার পক্ষের দুইজন কর্মী আহত হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি বরেন মো. মশিউর রহমান। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে জেলার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া বাজারের নৌকার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মশিউর রহমান বলেন, গতকাল সোমবার সন্ধ্যার পর সাহারবাটি ইউনিয়নের ভ্রমরদহ গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বিল পাড়া নামক স্থানে নৌকার ভোট চাইতে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল মার্কা) রাকিবুল ইসলাম টুটুলের লোকজন আমাদের প্রচরণায় বাধা সৃষ্টি করেন। এসময় আমাদের কর্মীদের বিরুদ্ধে রাকিবুল ইসলামের লোকজন উস্কনিমূলক কথাবার্তা বলে এবং আমাদের ওপর হামলা করে। উক্ত হামলায় উপজেলা ছাত্রলীগের দুই কর্মি রাকিবুল ও মুন্না আহত হয়। এসময় একটি হিরো হাংন্ক মোটরসাইকেল ভাঙচুর করে।
মো. মশিউর রহমান আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠনের পর দেশের চেহারা আজ বদলে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনীত করেন। আজ আমার নির্বাচনী প্রচার-প্রচারণার সময় বিএনপি-জামায়াতের মদদ পুষ্ট স্বতন্ত্র প্রার্থী আমার নৌকার সর্মথকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীর ওপর হামলা চালায়। আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে যদি হামলার শিকার হতে হয় তাহলে আমি ভোট বর্জন করতে বাধ্য হবো। কারণ এই জামায়াত-বিএনপির কারণে আমার পিতা সাবেক সাহারবাটি ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান বজলুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। সেই একই কায়দাতে গোপনে আমাকেও হত্যার ষড়যন্ত্র করছে তারা। তাই প্রশাসনের কাছে আমরা মিনতি করছি এই সকল সন্ত্রাসীদের দ্রত গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা প্রমুখ। গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান বলেন, এবিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ করার জন্য লোকজন এসেছে। লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।