ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

গাঁজাসহ আটক দুই নারীর জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন নারী মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দর্শনার মোবারকপাড়া ও শান্তিপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে দুজনকেই জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী হামিদা খাতুন (৫০) এবং শান্তিপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী কোহিনূর বেগম (৫৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে হামিদা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এসময় হামিদা খাতুনের ঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় হামিদা খাতুনকে। পরে দুপুর ১২টার দিকে দর্শনার শান্তিপাড়ায় কোহিনুর বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হামিদা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। একই সাথে কোহিনূর বেগমকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। গতকালই সাজাপ্রাপ্তদের  জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাঁজাসহ আটক দুই নারীর জেল-জরিমানা

আপলোড টাইম : ০৫:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন নারী মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দর্শনার মোবারকপাড়া ও শান্তিপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে দুজনকেই জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী হামিদা খাতুন (৫০) এবং শান্তিপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী কোহিনূর বেগম (৫৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে হামিদা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এসময় হামিদা খাতুনের ঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় হামিদা খাতুনকে। পরে দুপুর ১২টার দিকে দর্শনার শান্তিপাড়ায় কোহিনুর বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হামিদা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। একই সাথে কোহিনূর বেগমকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। গতকালই সাজাপ্রাপ্তদের  জেলা কারাগারে পাঠানো হয়েছে।