ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ব্যাবসায়ীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন ব্যাবসায়ী। একই দুর্ঘটনায় ট্রাকে থাকা সাতটি গরুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, মেহেরপুর জেলার রায়পুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর বাসস্ট্যান্ডপাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)। আহতরা হলেন, রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম (৪০) ও মেহেরপুর পৌর শহরের খন্দকারপাড়ার জহিরের ছেলে মিনারুল ইসলাম (৪১)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘গতকাল বরিশাল থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক মধ্যরাতে চুয়াডাঙ্গা শহর হয়ে মেহেরপুরে যাচ্ছিল। পথের মধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর জখম হন মনির হোসেনসহ আরও দুজন।
এদিকে, গরু ভর্তি ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে সাতটি গরু দুর্ঘটনায় মারা যায়। গুরুতর আহত হয়েছে অন্য ১৩টি গরু। ট্রাকটি দ্রুত গোতীতে গাছে ধাক্কা দেওয়ায় দুমড়ে গাছটির সঙ্গে আটকে যায়। এতে ট্রাকের মধ্যে আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক কেটে চালক ও হেলপারকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এসময় হেলপারসহ জখম তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেনের মৃত্যু হয়। গুরুতর জখম অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, ‘ভোরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। জানতে পারি সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনির নামের এক রোগীর মৃত্যু হয়। আহত অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরও বলেন, একই দুর্ঘটনার শিকার আশরাফুল হক নামের অপর এক ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার মধ্য রাতে সদর থানাধীন চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়ায় একটি গরু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যুসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটিকে হেলপার চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাকটি চালানোর সময় সে ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই ব্যাবসায়ীর মৃত্যু

আপলোড টাইম : ০৪:৫৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন ব্যাবসায়ী। একই দুর্ঘটনায় ট্রাকে থাকা সাতটি গরুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, মেহেরপুর জেলার রায়পুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর বাসস্ট্যান্ডপাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)। আহতরা হলেন, রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম (৪০) ও মেহেরপুর পৌর শহরের খন্দকারপাড়ার জহিরের ছেলে মিনারুল ইসলাম (৪১)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘গতকাল বরিশাল থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক মধ্যরাতে চুয়াডাঙ্গা শহর হয়ে মেহেরপুরে যাচ্ছিল। পথের মধ্যে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর জখম হন মনির হোসেনসহ আরও দুজন।
এদিকে, গরু ভর্তি ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে সাতটি গরু দুর্ঘটনায় মারা যায়। গুরুতর আহত হয়েছে অন্য ১৩টি গরু। ট্রাকটি দ্রুত গোতীতে গাছে ধাক্কা দেওয়ায় দুমড়ে গাছটির সঙ্গে আটকে যায়। এতে ট্রাকের মধ্যে আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক কেটে চালক ও হেলপারকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এসময় হেলপারসহ জখম তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেনের মৃত্যু হয়। গুরুতর জখম অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, ‘ভোরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। জানতে পারি সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনির নামের এক রোগীর মৃত্যু হয়। আহত অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরও বলেন, একই দুর্ঘটনার শিকার আশরাফুল হক নামের অপর এক ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার মধ্য রাতে সদর থানাধীন চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়ায় একটি গরু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যুসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটিকে হেলপার চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাকটি চালানোর সময় সে ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’