ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল থেকে কমিটি গঠন করা হবে: আহ্বায়ক বাবু খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • / ৩৮ বার পড়া হয়েছে

ত্যাগী ও যোগ্যদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে : সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ


নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গায় জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা মিলিত হয়ে এই পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহামুদ হাসান খান বাবু।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করার কাজ চলমান রাখতে চাই। দলের গঠনতন্ত্র অনুসরণ করে নিয়মতান্ত্রিক উপায়ে সংগঠনকে সাংগাঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠন করা হবে। কাউকে খুশি বা অসন্তুষ্ট করে নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে।’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দলকে সুসংগঠিত করার জন্য দল যে দায়িত্ব অর্পণ করেছে, তা সর্বোচ্চ সচ্ছতার ভিত্তিতে পালন করতে বদ্ধ পরিকর। দুঃসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখেছেন, তার প্রতিদানে জীবন বাজি রেখে কাজ করতে চাই। দেশ ও দলের ক্রান্তিলগ্নে বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সময় উপযোগী করে গোড়ে তোলা হবে। যারা নিষ্ঠাবান, তাদের ভীতি বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ত্যাগী ও যোগ্যদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’
জেলা বিএনপির সদস্যসচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির ৩১ জন সদস্যের মধ্যে ২৯ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু। এসময় জেলা বিএনপি ও ইউনিটের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সাংগঠনিক আলোচনায় জেলা বিএনপির উপস্থিত সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা, থানা ও পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে সমন্বয়কারী টিম গঠন করা হয়। এই টিমে জেলা বিএনপির সদস্যদের অন্তর্ভুক্ত করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
আলোচনা সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুর জব্বার সোনা, খাজা আবুল হাসনাত, এম জেনারেল ইসলাম, রউফুল নাহার রিনা, মো. সিরাজুল ইসলাম মনি, মো. আব্দুল জব্বার বাবলু, আনোয়ার হোসেন খান (খোকন), মো. শাহজাহান কবীর, আবু বক্কর সিদ্দিক, মোকাররম হোসেন, মুনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, মাহাতাব উদ্দীন (চুন্নু), মো. আজিজুর রহমান পিণ্টু, মো. রাফিতুল্লাহ মহলদার, হাবিবুর রহমান বুলেট, মির্জা ফরিদুল ইসলাম, শিপলু, মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান, আবুল কালাম আজাদ (উথলী), মো. মনিরুজ্জামান লিপ্টন, মো. আমিনুল হক রোকন, সালমা জাহান পারুলা, মো. জিল্লুর রহমান (ওল্টু), আবুল হোসেন তোহা, নিলিমা ইসলাম বিশ্বাস ও নূর নবী সামদানী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল থেকে কমিটি গঠন করা হবে: আহ্বায়ক বাবু খান

আপলোড টাইম : ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

ত্যাগী ও যোগ্যদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে : সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ


নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গায় জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা মিলিত হয়ে এই পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহামুদ হাসান খান বাবু।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করার কাজ চলমান রাখতে চাই। দলের গঠনতন্ত্র অনুসরণ করে নিয়মতান্ত্রিক উপায়ে সংগঠনকে সাংগাঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠন করা হবে। কাউকে খুশি বা অসন্তুষ্ট করে নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে।’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দলকে সুসংগঠিত করার জন্য দল যে দায়িত্ব অর্পণ করেছে, তা সর্বোচ্চ সচ্ছতার ভিত্তিতে পালন করতে বদ্ধ পরিকর। দুঃসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখেছেন, তার প্রতিদানে জীবন বাজি রেখে কাজ করতে চাই। দেশ ও দলের ক্রান্তিলগ্নে বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সময় উপযোগী করে গোড়ে তোলা হবে। যারা নিষ্ঠাবান, তাদের ভীতি বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ত্যাগী ও যোগ্যদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’
জেলা বিএনপির সদস্যসচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির ৩১ জন সদস্যের মধ্যে ২৯ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু। এসময় জেলা বিএনপি ও ইউনিটের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সাংগঠনিক আলোচনায় জেলা বিএনপির উপস্থিত সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা, থানা ও পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে সমন্বয়কারী টিম গঠন করা হয়। এই টিমে জেলা বিএনপির সদস্যদের অন্তর্ভুক্ত করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
আলোচনা সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুর জব্বার সোনা, খাজা আবুল হাসনাত, এম জেনারেল ইসলাম, রউফুল নাহার রিনা, মো. সিরাজুল ইসলাম মনি, মো. আব্দুল জব্বার বাবলু, আনোয়ার হোসেন খান (খোকন), মো. শাহজাহান কবীর, আবু বক্কর সিদ্দিক, মোকাররম হোসেন, মুনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, মাহাতাব উদ্দীন (চুন্নু), মো. আজিজুর রহমান পিণ্টু, মো. রাফিতুল্লাহ মহলদার, হাবিবুর রহমান বুলেট, মির্জা ফরিদুল ইসলাম, শিপলু, মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান, আবুল কালাম আজাদ (উথলী), মো. মনিরুজ্জামান লিপ্টন, মো. আমিনুল হক রোকন, সালমা জাহান পারুলা, মো. জিল্লুর রহমান (ওল্টু), আবুল হোসেন তোহা, নিলিমা ইসলাম বিশ্বাস ও নূর নবী সামদানী।