ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

গড়াইটুপির সেই মাজেদার পাশে দাঁড়াল ‘চুয়াডাঙ্গা পরিবার’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হিজলগাড়ী:

চুয়াডাঙ্গার স্থানীয় বেশ কয়েকটি দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর গড়াইটুপি হাইস্কুল পাড়ার সেই মাজেদা খাতুনের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করেছে ‘চুয়াডাঙ্গা পরিবার’ ফেসবুক গ্রুপ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর হাতের চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি হাইস্কুল পাড়ার মোক্তার হোসেনের স্ত্রী লিভারে পানি জমা সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে গত   রোববার হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান ‘চুয়াডাঙ্গা পরিবার’ ফেসবুক গ্রুপে ‘গড়াইটুপির লিভারে পানি জমা মাজেদা বাঁচতে চাই’ শীর্ষক পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাজেদার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের প্রধান পরিচালক দর্শনার কৃতী সন্তান আরিফ তরফদার।

হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান উপস্থিত থেকে এ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিল্লুর রহমান জুয়েল,  সাংবাদিক লাবলু রহমান, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল ইসলাম, চুয়াডাঙ্গা পরিবারে পরিচালক জামিল সবুজ, তুহিন হোসেন, ফিহান  হোসেন, মারুফ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গড়াইটুপির সেই মাজেদার পাশে দাঁড়াল ‘চুয়াডাঙ্গা পরিবার’

আপলোড টাইম : ০৮:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

প্রতিবেদক, হিজলগাড়ী:

চুয়াডাঙ্গার স্থানীয় বেশ কয়েকটি দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর গড়াইটুপি হাইস্কুল পাড়ার সেই মাজেদা খাতুনের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করেছে ‘চুয়াডাঙ্গা পরিবার’ ফেসবুক গ্রুপ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর হাতের চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি হাইস্কুল পাড়ার মোক্তার হোসেনের স্ত্রী লিভারে পানি জমা সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে গত   রোববার হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লাবলুর রহমান ‘চুয়াডাঙ্গা পরিবার’ ফেসবুক গ্রুপে ‘গড়াইটুপির লিভারে পানি জমা মাজেদা বাঁচতে চাই’ শীর্ষক পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাজেদার হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের প্রধান পরিচালক দর্শনার কৃতী সন্তান আরিফ তরফদার।

হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান উপস্থিত থেকে এ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিল্লুর রহমান জুয়েল,  সাংবাদিক লাবলু রহমান, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল ইসলাম, চুয়াডাঙ্গা পরিবারে পরিচালক জামিল সবুজ, তুহিন হোসেন, ফিহান  হোসেন, মারুফ প্রমুখ।