ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ক্লিনিক সিলগালা, ভুয়া চিকিৎসকের জেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনার পুরাতন বাজারের বারাকা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ক্লিনিকটিকে সিলগালা করা হয়। একই সঙ্গে ক্লিনিকের কথিত চিকিৎসক মাওনা আক্তারকে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দর্শনা পুরাতন বাজারের বারাকা ক্লিনিক বৈধ কাগজপত্র ছাড়ায় ভুয়া চিকিৎসক দিয়ে ব্যবসা পরিচালনা করছিল। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। এ সময় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মাওনা আক্তার নিজের এবং ক্লিনিকের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধে মেডিকেল প্যাথলজিস্ট ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) ধারায় দোষী সাব্যস্ত করে ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিক ফিরোজ আহমেদের স্ত্রী মাওনা আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ক্লিনিকটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানিয়া ও দর্শনা থানা-পুলিশের একটি দল।

এছাড়াও সজল কুমার দাস বুধবার (আজ) বেলা ১১টার মধ্যে ক্লিনিকের পরিচালক ফিরোজ আহমেদকে ক্লিনিক পরিচালনার কাগজপত্রসহ দামুড়হুদা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ক্লিনিক সিলগালা, ভুয়া চিকিৎসকের জেল

আপলোড টাইম : ০২:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

দর্শনা অফিস:
দর্শনার পুরাতন বাজারের বারাকা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ক্লিনিকটিকে সিলগালা করা হয়। একই সঙ্গে ক্লিনিকের কথিত চিকিৎসক মাওনা আক্তারকে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দর্শনা পুরাতন বাজারের বারাকা ক্লিনিক বৈধ কাগজপত্র ছাড়ায় ভুয়া চিকিৎসক দিয়ে ব্যবসা পরিচালনা করছিল। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। এ সময় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মাওনা আক্তার নিজের এবং ক্লিনিকের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধে মেডিকেল প্যাথলজিস্ট ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) ধারায় দোষী সাব্যস্ত করে ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিক ফিরোজ আহমেদের স্ত্রী মাওনা আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ক্লিনিকটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানিয়া ও দর্শনা থানা-পুলিশের একটি দল।

এছাড়াও সজল কুমার দাস বুধবার (আজ) বেলা ১১টার মধ্যে ক্লিনিকের পরিচালক ফিরোজ আহমেদকে ক্লিনিক পরিচালনার কাগজপত্রসহ দামুড়হুদা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানান।