ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

কুড়ুলগাছিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:২০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কুড়ুলগাছি ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাশেম রেজা বলেন, ‘যেহেতু চুয়াডাঙ্গা ভারত সীমান্তবর্তী এলাকা। এখানে মাদকের রমরমা বেচাকেনা ও সেবন চলে হরহামেশাই। তাই মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে রাখতে হলে নিয়মিত খেলাধুলা এবং এ ধরণের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের বিকল্প নেই। টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য ‘খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ বিষয়টি সত্যিই চমৎকার হয়েছে।

গ্রামের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ও আব্দুল মজিদ। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, আহসান হাবীব ঝণ্টু, হারুন অর রশিদ, তোফায়েল আহমেদ লিটন, শাহ মো. ফরহাদ হোসেন, মিনারুল মাস্টার, শাহাবুদ্দিন খান, আলম বিশ্বাস, আজিম উদ্দিন, শুকুর আলী সরদার, জাহিদ হোসেন, তরিকুল ইসলাম, সবুজ মল্লিক প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় দামুড়হুদা কুড়ুলগাছি সমাজকল্যাণ সমিতি ও হামলা তোলাপাড়া স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী খেলাটি ০-০ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আজ একই মাঠে মুখোমুখী হবে রাইসা একাদশ বনাম ধান্যঘরা স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জিল্লুর রহমান মেম্বার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুড়ুলগাছিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড টাইম : ০৬:২০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কুড়ুলগাছি ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাশেম রেজা বলেন, ‘যেহেতু চুয়াডাঙ্গা ভারত সীমান্তবর্তী এলাকা। এখানে মাদকের রমরমা বেচাকেনা ও সেবন চলে হরহামেশাই। তাই মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে রাখতে হলে নিয়মিত খেলাধুলা এবং এ ধরণের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের বিকল্প নেই। টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য ‘খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ বিষয়টি সত্যিই চমৎকার হয়েছে।

গ্রামের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ও আব্দুল মজিদ। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, আহসান হাবীব ঝণ্টু, হারুন অর রশিদ, তোফায়েল আহমেদ লিটন, শাহ মো. ফরহাদ হোসেন, মিনারুল মাস্টার, শাহাবুদ্দিন খান, আলম বিশ্বাস, আজিম উদ্দিন, শুকুর আলী সরদার, জাহিদ হোসেন, তরিকুল ইসলাম, সবুজ মল্লিক প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় দামুড়হুদা কুড়ুলগাছি সমাজকল্যাণ সমিতি ও হামলা তোলাপাড়া স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী খেলাটি ০-০ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আজ একই মাঠে মুখোমুখী হবে রাইসা একাদশ বনাম ধান্যঘরা স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জিল্লুর রহমান মেম্বার।