ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গায় গাছ থেকে পড়ে সাইকেল মিস্ত্রির মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নিজ বাগানের গাছে জাম পাড়তে উঠে পা পিছলে পড়ে নাসির (৪৫) নামের এক সাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত নাসির বাঘাডাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে।
নাসিরের ভাই আহম্মদ আলী জানান, ‘দুপুরে নিজ বাগানের একটি গাছে জাম পাড়ার জন্য ওঠে নাসির। মাটি থেকে গাছটির প্রায় ৩০ ফিটের ওপরে উঠলে অসতর্র্কতাসবত পা পিছলে সে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বিকেলে রাজশাহী নেওয়ার পথের মধ্যে নাসিরের মৃত্যু হয়। সেখান থেকে লাশ বাড়িতে নেওয়া হয়।’

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাম পাড়তে উঠে অসতর্কতাবস্থায় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় নাসির। মাটিতে পড়ে তার মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে। উন্নত চিকিৎসক জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গায় গাছ থেকে পড়ে সাইকেল মিস্ত্রির মৃত্যু

আপলোড টাইম : ০৮:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নিজ বাগানের গাছে জাম পাড়তে উঠে পা পিছলে পড়ে নাসির (৪৫) নামের এক সাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত নাসির বাঘাডাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে।
নাসিরের ভাই আহম্মদ আলী জানান, ‘দুপুরে নিজ বাগানের একটি গাছে জাম পাড়ার জন্য ওঠে নাসির। মাটি থেকে গাছটির প্রায় ৩০ ফিটের ওপরে উঠলে অসতর্র্কতাসবত পা পিছলে সে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বিকেলে রাজশাহী নেওয়ার পথের মধ্যে নাসিরের মৃত্যু হয়। সেখান থেকে লাশ বাড়িতে নেওয়া হয়।’

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাম পাড়তে উঠে অসতর্কতাবস্থায় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় নাসির। মাটিতে পড়ে তার মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে। উন্নত চিকিৎসক জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।