ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

কাজে যোগ না দেয়া সদস্যদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, জানতে চাইলে আইজিপি বলেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যেসব সদস্যের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি এমন ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে যোগ দেননি।
তিনি বলেন, ‘যারা গরহাজির সদস্য তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ডিপার্টমেন্টের যে অ্যাকশন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কেন গরহাজির? তাদের হাজিরের জন্য নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই।’
আইজিপি বলেন, ‘আমাদের দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলছি, ছাত্র-জনতার অভ্যুত্থানে যে বিপ্লব সংঘটিত হয়েছে, তারপর যারা আন্দোলনে অতিরিক্ত (দমন-নিপীড়ন) করেছে তারা কিন্তু নেই। এই সংখ্যাটা নিতান্তই অল্প। আমরা ইউনিট অনুযায়ী স্টপ করে রেখেছি, এই সংখ্যাটা মাত্র ১৮৭ জন। ২ লাখ ১৪/১৫ হাজার বাহিনীর সদস্য, সেখানে ১৮৭ জন তারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কাজে যোগ না দেয়া সদস্যদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

আপলোড টাইম : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, জানতে চাইলে আইজিপি বলেন, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যেসব সদস্যের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি এমন ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে যোগ দেননি।
তিনি বলেন, ‘যারা গরহাজির সদস্য তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ডিপার্টমেন্টের যে অ্যাকশন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কেন গরহাজির? তাদের হাজিরের জন্য নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার কোনো সুযোগ নেই।’
আইজিপি বলেন, ‘আমাদের দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলছি, ছাত্র-জনতার অভ্যুত্থানে যে বিপ্লব সংঘটিত হয়েছে, তারপর যারা আন্দোলনে অতিরিক্ত (দমন-নিপীড়ন) করেছে তারা কিন্তু নেই। এই সংখ্যাটা নিতান্তই অল্প। আমরা ইউনিট অনুযায়ী স্টপ করে রেখেছি, এই সংখ্যাটা মাত্র ১৮৭ জন। ২ লাখ ১৪/১৫ হাজার বাহিনীর সদস্য, সেখানে ১৮৭ জন তারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে।’