ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

উথলী ইউপি চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা

ঘটনাস্থল পরিদর্শনে এমপি টগর ও জীবননগর থানার ওসি জাবীদ হাসান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৫৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামে তাঁর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এদিকে, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আলী আজগার টগর এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।
হামলার শিকার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, ‘সোমবার রাতে উথলী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে আমি নিজ বাড়িতে ফিরছিলাম। বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি এসে আমার হাতে ও পায়ে হকিস্টিক জাতীয় শক্ত কিছু দিয়ে আঘাত করে দ্রুত সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্বৃত্তদের আঘাতে আমার ডান হাত ও পা ফুলে গেছে।’
হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পেছন থেকে দ্রুত এসে আমাকে মেরে আবার দ্রুতগতিতে পালিয়ে গেছে। আমি কাউকে চিনতে পারিনি। তাই অনুমান করে কারো ওপর দোষারোপ করতে চাই না।’
এদিকে, হামলার খবর শুনে দ্রুত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বাড়িতে উপস্থিত হন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাজী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ‘উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলার সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করেননি। তবে আমার পুলিশ সদস্যরা ঘটনাটির তদন্ত করছে। আশা করি দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলী ইউপি চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা

ঘটনাস্থল পরিদর্শনে এমপি টগর ও জীবননগর থানার ওসি জাবীদ হাসান

আপলোড টাইম : ১১:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামে তাঁর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এদিকে, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আলী আজগার টগর এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।
হামলার শিকার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, ‘সোমবার রাতে উথলী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে আমি নিজ বাড়িতে ফিরছিলাম। বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি এসে আমার হাতে ও পায়ে হকিস্টিক জাতীয় শক্ত কিছু দিয়ে আঘাত করে দ্রুত সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্বৃত্তদের আঘাতে আমার ডান হাত ও পা ফুলে গেছে।’
হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পেছন থেকে দ্রুত এসে আমাকে মেরে আবার দ্রুতগতিতে পালিয়ে গেছে। আমি কাউকে চিনতে পারিনি। তাই অনুমান করে কারো ওপর দোষারোপ করতে চাই না।’
এদিকে, হামলার খবর শুনে দ্রুত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বাড়িতে উপস্থিত হন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাজী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ‘উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলার সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওনি হামলাকারীদের কাউকে চিনতে পারেননি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করেননি। তবে আমার পুলিশ সদস্যরা ঘটনাটির তদন্ত করছে। আশা করি দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।’