ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

উথলীতে এবার চলন্ত মাইক্রোবাসে ইট নিক্ষেপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:
জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্সসহ ও বিভিন্ন পরিবহনে ইট নিক্ষেপ করার ঘটনা ঘটছে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তা এখনও সনাক্ত করা যায়নি। অনেকে বলছেন, বিএনপির ডাকা প্রথম ধাপের অবরোধ-হরতাল শুরুর পর থেকে সন্ধ্যার পর বিভিন্ন যানবাহনে হামলা করে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের শিয়ালমারী পশুহাটের অদূরে কালভার্টের নিকট একটি মাইক্রোবাসে ইট নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইক্রোবাসের মালিক ও চালক জীবননগর পেয়ারাতলার শ্রী বিজয় চন্দ্র সেন বলেন, ‘চুয়াডাঙ্গায় যাত্রী নামিয়ে আমি মাইক্রোবাসটি নিয়ে জীবননগরে ফিরছিলাম। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উথলী বিজিবি ক্যাম্প পার হয়ে শিয়ালমারী কালভার্টের নিকট পৌঁছালে রাস্তার পাশের বাঁশঝাড়ের মধ্য থেকে মাইক্রোবাসে ইট নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে আমি গাড়িটি নিয়ে নিজ বাড়িতে ফিরে আসি।’

এদিকে, ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, হামলাকারীরা ইট নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে এবার চলন্ত মাইক্রোবাসে ইট নিক্ষেপ

আপলোড টাইম : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, উথলী:
জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ড ভ্যান, অ্যাম্বুলেন্সসহ ও বিভিন্ন পরিবহনে ইট নিক্ষেপ করার ঘটনা ঘটছে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তা এখনও সনাক্ত করা যায়নি। অনেকে বলছেন, বিএনপির ডাকা প্রথম ধাপের অবরোধ-হরতাল শুরুর পর থেকে সন্ধ্যার পর বিভিন্ন যানবাহনে হামলা করে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের শিয়ালমারী পশুহাটের অদূরে কালভার্টের নিকট একটি মাইক্রোবাসে ইট নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইক্রোবাসের মালিক ও চালক জীবননগর পেয়ারাতলার শ্রী বিজয় চন্দ্র সেন বলেন, ‘চুয়াডাঙ্গায় যাত্রী নামিয়ে আমি মাইক্রোবাসটি নিয়ে জীবননগরে ফিরছিলাম। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উথলী বিজিবি ক্যাম্প পার হয়ে শিয়ালমারী কালভার্টের নিকট পৌঁছালে রাস্তার পাশের বাঁশঝাড়ের মধ্য থেকে মাইক্রোবাসে ইট নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে আমি গাড়িটি নিয়ে নিজ বাড়িতে ফিরে আসি।’

এদিকে, ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। তিনি বলেন, হামলাকারীরা ইট নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ।