ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ইউএনবি’র চুয়াডাঙ্গা প্রতিনিধি হওয়ায় সাংবাদিক হুসাইন মালিককে মিষ্টিমুখ করালেন সাংবাদিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ৪০ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, স্বাগতিক মেহেরপুর প্রেসক্লাবের মধ্যে আগামী ২৪ ডিসেম্বর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে অংশগ্রহণের জন্যই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা নিয়মিত তাঁদের অনুশীলন অব্যাহত রেখেছেন। গতকাল রোববার বেলা আড়াইটা থেকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়ামে সেই অনুশীলন শুরু হয়। অনুশীলনের একপর্যায়ে ১০ মিনিটের বিরতি দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি।

এসময় বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া সাংবাদিক হুসাইন মালিককে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান সহকর্মীরা। এই মিষ্টিমুখ পর্বটি আরও আনন্দঘণ করে তোলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল-আমিনের সহধর্মিনী স্কুলশিক্ষিকা শারমিন শশী।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছড়াকার আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ, ক্রীড়া সম্পাদক সনজিত কর্মকার, কার্যনির্বাহী সদস্য জহির রায়হান সোহাগ, শামীম রেজা, পলাশ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি সবার প্রথমে সাংবাদিক হুসাইন মালিককে মিষ্টিমুখ করান।

এরপর একে একে উপস্থিত সাংবাদিকবৃন্দ হুসাইন মালিককে মিষ্টিমুখ করান। এরপর অনুশীলন মাঠে আসেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির জেলা অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান। এসময় তাঁরা সাংবাদিক হুসাইন মালিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করেন।

উল্লেখ্য, সাংবাদিক হুসাইন মালিক চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একইসাথে তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গত ১লা নভেম্বর ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর ডেপুটি চিফ এইচআর অফিসার কেট জারো খান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ১৮ ডিসেম্বর রাতে সাংবাদিক হুসাইন মালিকের হাতে এসে পৌঁছায়। এরপর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চুয়াডাঙ্গার বিভিন্নমহল থেকে সাংবাদিক হুসাইন মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা। এটি ১৯৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে বিশ্বব্যাপী এই সংবাদ সংস্থাটি তাদের কাজ খুব সুনামের সাথে করে যাচ্ছে। এই সংস্থাটি বাংলাদেশের আঞ্চলিক সংবাদদাতাদের মাধ্যমে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে সংবাদ সংগ্রহ করে সেগুলো পত্র-পত্রিকাসহ বিভিন্ন জায়গায় বিতরণ করে থাকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ইউএনবি’র চুয়াডাঙ্গা প্রতিনিধি হওয়ায় সাংবাদিক হুসাইন মালিককে মিষ্টিমুখ করালেন সাংবাদিক নেতৃবৃন্দ

আপলোড টাইম : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, স্বাগতিক মেহেরপুর প্রেসক্লাবের মধ্যে আগামী ২৪ ডিসেম্বর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে অংশগ্রহণের জন্যই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা নিয়মিত তাঁদের অনুশীলন অব্যাহত রেখেছেন। গতকাল রোববার বেলা আড়াইটা থেকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়ামে সেই অনুশীলন শুরু হয়। অনুশীলনের একপর্যায়ে ১০ মিনিটের বিরতি দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি।

এসময় বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া সাংবাদিক হুসাইন মালিককে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান সহকর্মীরা। এই মিষ্টিমুখ পর্বটি আরও আনন্দঘণ করে তোলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল-আমিনের সহধর্মিনী স্কুলশিক্ষিকা শারমিন শশী।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছড়াকার আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ, ক্রীড়া সম্পাদক সনজিত কর্মকার, কার্যনির্বাহী সদস্য জহির রায়হান সোহাগ, শামীম রেজা, পলাশ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি সবার প্রথমে সাংবাদিক হুসাইন মালিককে মিষ্টিমুখ করান।

এরপর একে একে উপস্থিত সাংবাদিকবৃন্দ হুসাইন মালিককে মিষ্টিমুখ করান। এরপর অনুশীলন মাঠে আসেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির জেলা অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান। এসময় তাঁরা সাংবাদিক হুসাইন মালিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করেন।

উল্লেখ্য, সাংবাদিক হুসাইন মালিক চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একইসাথে তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। গত ১লা নভেম্বর ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর ডেপুটি চিফ এইচআর অফিসার কেট জারো খান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ১৮ ডিসেম্বর রাতে সাংবাদিক হুসাইন মালিকের হাতে এসে পৌঁছায়। এরপর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চুয়াডাঙ্গার বিভিন্নমহল থেকে সাংবাদিক হুসাইন মালিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা। এটি ১৯৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে বিশ্বব্যাপী এই সংবাদ সংস্থাটি তাদের কাজ খুব সুনামের সাথে করে যাচ্ছে। এই সংস্থাটি বাংলাদেশের আঞ্চলিক সংবাদদাতাদের মাধ্যমে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে সংবাদ সংগ্রহ করে সেগুলো পত্র-পত্রিকাসহ বিভিন্ন জায়গায় বিতরণ করে থাকে।