ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আলামডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশি অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: কুষ্টিয়া দৌলতপুর থানার শিতলাইল গ্রামে জামে মসজিদ থেকে চুরি হওয়া মোটরসাইকেল আলমডাঙ্গা থেকে উদ্ধার করল আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালীন অবস্থায় একটি হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল ঘাড়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিক শিমুল সাংবাদিকদের জানান, ‘শুক্রবার দুপুর একটার সময় মোটরসাইকেলের ঘাড়ে লক করে নামাজ পড়তে মসজিদে ঢুকি। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে আমার মোটরসাইকেলের সাথে ডিভাইস লাগানো থাকায় লোকেশন ট্র্যাক করে দেখতে পাই মোটরসাইকেলটি চুরি করে আলমডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। আমি সাথে সাথেই ৯৯৯ ফোন করে সহযোগিতা চায়। সেখান থেকে দ্রুত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। গাড়ির সাথে ডিভাইস থাকায় লোকেশন ট্র্যাক করে আলমডাঙ্গা থানা সীমানার সাতকপাটের সীমানার ভেতরে গাড়ি প্রবেশ করলে আলমডাঙ্গা থানাকে দ্রুত অবহিত করি। তারই পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে এসআই সমীর ও কনস্টেবল মারুফকে বিষয়টি দেখার নির্দেশ দেন।

ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় লোকেশন ট্র্যাক করে আলমডাঙ্গা সাতকপাট থেকে চোর চক্রের পিছু নেয় পুলিশ। এক সময়ে ধাওয়া খেয়ে নাগদাহ ইউনিয়নে ভোলারদাঁড়ি গ্রামের মাঠের ভেতরে গাড়িটি রেখে পালিয়ে যায় চোর চক্রটি। পরে আলমডাঙ্গা থানার এসআই সমীর ও কনস্টেবল মারুফ মোটরসাইকেলটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।’

এ বিষয়ে আলামডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কুষ্টিয়া দৌলতপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি আমরা আলমডাঙ্গা থানা পুলিশ সাতকপাট থেকে ধাওয়া করে নাগদাহ ইউনিয়নের ভোলারদাঁড়ি গ্রামের নিকট থেকে উদ্ধার করি। পরে মালিক পক্ষের কাছে উদ্ধারকৃত মোটরসাইকেলটি হস্তান্তর করেছি। এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলামডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশি অভিযান

আপলোড টাইম : ০৭:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: কুষ্টিয়া দৌলতপুর থানার শিতলাইল গ্রামে জামে মসজিদ থেকে চুরি হওয়া মোটরসাইকেল আলমডাঙ্গা থেকে উদ্ধার করল আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজ চলাকালীন অবস্থায় একটি হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল ঘাড়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিক শিমুল সাংবাদিকদের জানান, ‘শুক্রবার দুপুর একটার সময় মোটরসাইকেলের ঘাড়ে লক করে নামাজ পড়তে মসজিদে ঢুকি। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি মোটরসাইকেলটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে আমার মোটরসাইকেলের সাথে ডিভাইস লাগানো থাকায় লোকেশন ট্র্যাক করে দেখতে পাই মোটরসাইকেলটি চুরি করে আলমডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। আমি সাথে সাথেই ৯৯৯ ফোন করে সহযোগিতা চায়। সেখান থেকে দ্রুত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। গাড়ির সাথে ডিভাইস থাকায় লোকেশন ট্র্যাক করে আলমডাঙ্গা থানা সীমানার সাতকপাটের সীমানার ভেতরে গাড়ি প্রবেশ করলে আলমডাঙ্গা থানাকে দ্রুত অবহিত করি। তারই পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে এসআই সমীর ও কনস্টেবল মারুফকে বিষয়টি দেখার নির্দেশ দেন।

ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় লোকেশন ট্র্যাক করে আলমডাঙ্গা সাতকপাট থেকে চোর চক্রের পিছু নেয় পুলিশ। এক সময়ে ধাওয়া খেয়ে নাগদাহ ইউনিয়নে ভোলারদাঁড়ি গ্রামের মাঠের ভেতরে গাড়িটি রেখে পালিয়ে যায় চোর চক্রটি। পরে আলমডাঙ্গা থানার এসআই সমীর ও কনস্টেবল মারুফ মোটরসাইকেলটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।’

এ বিষয়ে আলামডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কুষ্টিয়া দৌলতপুর থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি আমরা আলমডাঙ্গা থানা পুলিশ সাতকপাট থেকে ধাওয়া করে নাগদাহ ইউনিয়নের ভোলারদাঁড়ি গ্রামের নিকট থেকে উদ্ধার করি। পরে মালিক পক্ষের কাছে উদ্ধারকৃত মোটরসাইকেলটি হস্তান্তর করেছি। এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।