ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রতিবাদ সভায় সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির সম্মেলনের নির্ধারিত দিন ছিল গতকাল। ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সম্মেলনের প্রস্তুতিকালে কতিপয় লোক সন্ত্রাসী হামলা চালায়। হামলা করে সভার প্যান্ডেল ভাঙচুর করে। এ ঘটনায় আহত হন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াসাদ আজীম সম্পদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। এই হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য আব্দুল জব্বার বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে দল পুনর্গঠনের কাজ পরিচালনা করছে। যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্ত পরিবেশ অশান্ত করতে চায়, তাহলে সেই দায়ভার বিএনপি নেবে না। আমি স্পষ্টভাবে বলতে চায় অহেতুক দলের নেতা-কর্মী বা কর্মসূচিতে হামলা বা আক্রমণ করলে তা সহ্য করা হবে না। জবাব দেওয়া হবে।’
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, আজিজুর রহমান পিণ্টু, আমিনুল হক রোকন, নুরনবী সামদানীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রতিবাদ সভায় সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড টাইম : ০৪:৪০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির সম্মেলনের নির্ধারিত দিন ছিল গতকাল। ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সম্মেলনের প্রস্তুতিকালে কতিপয় লোক সন্ত্রাসী হামলা চালায়। হামলা করে সভার প্যান্ডেল ভাঙচুর করে। এ ঘটনায় আহত হন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াসাদ আজীম সম্পদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। এই হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য আব্দুল জব্বার বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে দল পুনর্গঠনের কাজ পরিচালনা করছে। যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্ত পরিবেশ অশান্ত করতে চায়, তাহলে সেই দায়ভার বিএনপি নেবে না। আমি স্পষ্টভাবে বলতে চায় অহেতুক দলের নেতা-কর্মী বা কর্মসূচিতে হামলা বা আক্রমণ করলে তা সহ্য করা হবে না। জবাব দেওয়া হবে।’
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রিনা, আজিজুর রহমান পিণ্টু, আমিনুল হক রোকন, নুরনবী সামদানীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।