ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় সংবর্ধনা গ্রহণকালে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনজু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. বিথি খাতুন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমডাঙ্গা পৌরসভায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র হাসান কাদির গনু।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, সম্পাদক খন্দকার বজলুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি সোনাহার মণ্ডল ও পৌর কাউন্সিলরবৃন্দ।

এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমি মনে করি আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছেন। মাননীয় নেত্রী শেখ হাসিনা দলীয়ভাবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আপনারা ওনার সম্মান রেখেছেন। কিন্তু যারা নেত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁর মনোনীত প্রার্থীকে পরাজিত করাতে চেয়েছিলেন, সেই পরাজয় আমার নয়, নেত্রীর পরাজয় হতো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব।’

পরে আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের পক্ষ থেকে মাহফুজুর রহমান মনজুকে সংবর্ধনা প্রদান করা হয়। বেলা দুইটায় আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দলীয় অফিসে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানুর উপস্থিতিতে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা সদস্য বিথি খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাজু, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের মোহন মিয়া, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক অভিমান্য কুণ্ডু, দপ্তর ফজলুর রহমান, পৌর কৃষক লীগের দপ্তর বিমল বাবু, বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাওছার আলী, যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় সংবর্ধনা গ্রহণকালে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনজু

আপলোড টাইম : ০৮:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. বিথি খাতুন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমডাঙ্গা পৌরসভায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র হাসান কাদির গনু।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, সম্পাদক খন্দকার বজলুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি সোনাহার মণ্ডল ও পৌর কাউন্সিলরবৃন্দ।

এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমি মনে করি আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়েছেন। মাননীয় নেত্রী শেখ হাসিনা দলীয়ভাবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আপনারা ওনার সম্মান রেখেছেন। কিন্তু যারা নেত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁর মনোনীত প্রার্থীকে পরাজিত করাতে চেয়েছিলেন, সেই পরাজয় আমার নয়, নেত্রীর পরাজয় হতো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করব।’

পরে আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের পক্ষ থেকে মাহফুজুর রহমান মনজুকে সংবর্ধনা প্রদান করা হয়। বেলা দুইটায় আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দলীয় অফিসে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানুর উপস্থিতিতে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহিলা সদস্য বিথি খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মাজু, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের মোহন মিয়া, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক অভিমান্য কুণ্ডু, দপ্তর ফজলুর রহমান, পৌর কৃষক লীগের দপ্তর বিমল বাবু, বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাতাবউদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাওছার আলী, যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন প্রমুখ।