ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় মাঠ দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পৃথক দুটি মাঠ দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আমিও কৃষকের সন্তান। আজ আমি আপনাদের সাথে শুধু সাক্ষাৎ করতে এসেছি, আপনাদের খোঁজখবর নিতে এসেছি। কারণ আপনারাই এ দেশের মূল চালিকাশক্তি। আপনারা জানেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে কৃষি যন্ত্রপাতিসহ সমস্ত ধরনের জিনিসপত্রের দাম অস্থিতিশীল হয়েছে। তাই আমাদেরকে প্রান্তিক পর্যায়ে উন্নতি করতে হবে। আর আপনাদের মতো কৃষকরাই সেটি করতে পারবেন। আপনাদের কথা বিবেচনা করে সরকার সার ও বীজে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলেছেন এক ইঞ্চি আবাদি জমিও যেন পতিত না থাকে। এমনকি বাড়ির আঙিনা, স্কুল-কলেজ ক্যাম্পাসসহ যেখানেই ফাঁকা জায়গা আছে, সেখানেই শাক-সবজিসহ বিভিন্ন ধরনের কৃষি ফসলাদি উৎপাদন করতে হবে।’

চুয়াডাঙ্গায় ২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার হারদী এম এস জোহা কৃষি কলেজ এলাকার প্রত্যন্ত গ্রামে এ মাঠ দিবস পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর ও হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি এবং সকল মেম্বারগণ, চুয়াডাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন রাব্বী, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল বাশার ও মর্তুজা জামান।

এদিকে, গতকাল বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গার কেশবপুর স্কুলপাড়ায় বসতবাড়ির আঙিনায়/বিভিন্ন প্রতিষ্ঠানে চাষযোগ্য অকৃষি জমিকে চাষের আওতায় আনার জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। গ্রামের কৃষক রাহাতুল্লাহর লাউ ও সবজি বাগানে এ সভার আয়োজন করা হয়। কৃষক রাহাতুল্লাহ উপস্থিত অতিথিদের লাউ উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল, সাবেক মেম্বার শহিদুল, চেঙ্গিস মেম্বার, সালাউদ্দিন, ইকরামুল হোসেন, স্বপন, মাবুদ, রুমন, ছলিম, সুন্নত আলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় মাঠ দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পৃথক দুটি মাঠ দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আমিও কৃষকের সন্তান। আজ আমি আপনাদের সাথে শুধু সাক্ষাৎ করতে এসেছি, আপনাদের খোঁজখবর নিতে এসেছি। কারণ আপনারাই এ দেশের মূল চালিকাশক্তি। আপনারা জানেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে কৃষি যন্ত্রপাতিসহ সমস্ত ধরনের জিনিসপত্রের দাম অস্থিতিশীল হয়েছে। তাই আমাদেরকে প্রান্তিক পর্যায়ে উন্নতি করতে হবে। আর আপনাদের মতো কৃষকরাই সেটি করতে পারবেন। আপনাদের কথা বিবেচনা করে সরকার সার ও বীজে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলেছেন এক ইঞ্চি আবাদি জমিও যেন পতিত না থাকে। এমনকি বাড়ির আঙিনা, স্কুল-কলেজ ক্যাম্পাসসহ যেখানেই ফাঁকা জায়গা আছে, সেখানেই শাক-সবজিসহ বিভিন্ন ধরনের কৃষি ফসলাদি উৎপাদন করতে হবে।’

চুয়াডাঙ্গায় ২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার হারদী এম এস জোহা কৃষি কলেজ এলাকার প্রত্যন্ত গ্রামে এ মাঠ দিবস পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর ও হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি এবং সকল মেম্বারগণ, চুয়াডাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন রাব্বী, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল বাশার ও মর্তুজা জামান।

এদিকে, গতকাল বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গার কেশবপুর স্কুলপাড়ায় বসতবাড়ির আঙিনায়/বিভিন্ন প্রতিষ্ঠানে চাষযোগ্য অকৃষি জমিকে চাষের আওতায় আনার জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। গ্রামের কৃষক রাহাতুল্লাহর লাউ ও সবজি বাগানে এ সভার আয়োজন করা হয়। কৃষক রাহাতুল্লাহ উপস্থিত অতিথিদের লাউ উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল, সাবেক মেম্বার শহিদুল, চেঙ্গিস মেম্বার, সালাউদ্দিন, ইকরামুল হোসেন, স্বপন, মাবুদ, রুমন, ছলিম, সুন্নত আলী প্রমুখ।