ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রহিম জোয়ার্দ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাগানপাড়ার মৃত খোকা জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগানপাড়ার মাঠে ধানখেতে কাজ করছিলেন কৃষক রহিম। দুপুরের পর বৃষ্টি শুরু হলে মাঠের অন্যান্য কৃষকরা বাড়ি ফিরলেও তিনি কাজ করে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে তাঁর শরীরের এক পাশ পুরোপুরি ঝলসে যায়। পরে বৃষ্টি থামলে অন্যান্য কৃষকরা মাঠে গেলে আ. রহিমকে দগ্ধ অবস্থায় দেখতে পান। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু খবর শুনতে পেয়েছেন তিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ০৯:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রহিম জোয়ার্দ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম জোয়ার্দ্দার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাগানপাড়ার মৃত খোকা জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগানপাড়ার মাঠে ধানখেতে কাজ করছিলেন কৃষক রহিম। দুপুরের পর বৃষ্টি শুরু হলে মাঠের অন্যান্য কৃষকরা বাড়ি ফিরলেও তিনি কাজ করে যাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে তাঁর শরীরের এক পাশ পুরোপুরি ঝলসে যায়। পরে বৃষ্টি থামলে অন্যান্য কৃষকরা মাঠে গেলে আ. রহিমকে দগ্ধ অবস্থায় দেখতে পান। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর গ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু খবর শুনতে পেয়েছেন তিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়েছেন।